News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

উপকূলীয় এলাকায় স্থল নিম্নচাপ,পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া 2025-07-16, 12:48am

signal-3-for-maritime-ports-6c74287feba8d39db7375592bc681ee81752605331.jpg

Signal 3 for maritime ports



পটুয়াখালী: দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এবং একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তাল রয়েছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর।  উপকূলীয় এলাকায় নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। 

এদিকে স্থল নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ার বিভিন্ন স্থানে থেমে থেমে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

 আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পটুয়াখালী সহ দেশের ১৩ জেলায় দক্ষিনপূর্ব দিক থেকে ৬০ কিলোমিটার বেগে এবং উপকূলীয় এলাকা দিয়ে যে কোন সময় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব নদী বন্দর সমূহকে ১ নম্বর এবং পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সাগরে অবস্থানরত সকল ট্রলারের জেলেদের সতর্কতার সাথে মাছ ধরতে বলা হয়েছে। - গোফরান পলাশ