
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেঁকে বসেছে তীব্র শীত। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই চা-বেষ্টিত জনপদে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের তথ্যমতে, এদিন সকাল ৬টায় এখানে তাপমাত্রা নেমে এসেছে মাত্র ৭.০ ডিগ্রি সেলসিয়াসে।
গত কয়েকদিন ধরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলাসহ আশপাশের এলাকায় ঘন কুয়াশা এবং উত্তরের হিমেল বাতাসের দাপট বেড়েছে। ভোর থেকে সকাল পর্যন্ত চারপাশ কুয়াশার চাদরে ঢাকা থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। মহাসড়কগুলোতে দৃশ্যমানতা কমে যাওয়ায় দিনের বেলাতেও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে।
তীব্র এই শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর এবং ছিন্নমূল জনগোষ্ঠী। হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করেই অনেকে জীবিকার তাগিদে বাইরে বের হলেও কাজ পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। শীতের প্রকোপ থেকে বাঁচতে বিভিন্ন স্থানে খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে সাধারণ মানুষকে। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের কষ্ট চরমে পৌঁছেছে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রার বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ, এই তীব্র শীত আরও কিছুদিন স্থায়ী হতে পারে।