News update
  • Storm Alert Issued for Dhaka and Eight Other Regions     |     
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     

বইমেলায় ৬০ কোটি টাকার বই বিক্রি

গ্রীণওয়াচ ডেস্ক উৎসব 2024-03-03, 8:38am

images-11-867d4888bd1437e75dac3e83a7aecb771709433601.jpeg




দুই দিন বর্ধিত বইমেলার আজ শেষ দিন। সে হিসেবে শুরু হয় সমাপনী অনুষ্ঠান। এবারের একুশে বইমেলার ৩১ দিন শেষে মেলায় নতুন বই এসেছে ৩৭৫১টি। এ বছর মেলায় আনুমানিক ৬০ কোটি টাকার বই বিক্রি হয়েছে। ১ মার্চ পর্যন্ত মেলায় এসেছেন প্রায় ৫৯ লাখ দর্শনার্থী।

শনিবার (২ মার্চ) মেলার ৩১তম ও শেষ দিনে সমাপনী বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) কবি মুহম্মদ নুরুল হুদা।

তিনি বলেন, এ বছর তিন হাজার ৭৫১টি বই প্রকাশিত হয়েছে। আগামী বছর আরও সফল মেলা আয়োজন করা হবে।’

জানা গেছে, গত দুই বছরের তুলনায় অমর একুশে বইমেলায় বইয়ের বিক্রি বেড়েছে। গত বছরের তুলনায় এই বিক্রি ১৩ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০ কোটিতে, যা ২০২২ সালের তুলনায় বেড়েছে সাড়ে সাত কোটি। যদিও দেশে করোনা অতিমারির শুরুর আগের মাসের বিক্রির তুলনায় এই বৃদ্ধিকে বলা চলে নগণ্য। কারণ, সে বছর অর্থাৎ ২০২০ সালে বিক্রি হয়েছিল ৮২ কোটি টাকার বই। এবারের অমর একুশে বইমেলাতে প্রায় ৬০ কোটি টাকার মতো বিক্রি হয়েছে। এছাড়া প্রায় ৬০ লাখ মানুষ মেলাতে প্রবেশ করেছে। শনিবার (২ মার্চ) বইমেলার সমাপনী অনুষ্ঠানে অমর একুশে বইমেলা ২০২৪-এর সদস্য-সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলামের পক্ষে একাডেমির প্রশাসন উপবিভাগের উপ-পরিচালক ড. সাহেদ মন্তাজ এ তথ্য জানান।

সমাপনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন। এতে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, বিশেষ অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ।

প্রসঙ্গত, ২০২৩ সালের অমর একুশে বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।