News update
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     
  • Storm Alert Issued for Dhaka and Eight Other Regions     |     
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     

কচুয়া কল্যাণ সংঘ, ঢাকার গুণীজন সংবর্ধনা ও পিঠা উৎসব অনুষ্ঠিত

উৎসব 2025-01-26, 9:57pm

a-reception-to-noted-persons-and-pitha-utsab-organised-by-the-kachua-kalyan-sangha-was-held-at-the-dhaka-univeristy-mokarram-bhaban-hall-on-saturday-25-jan-2025-fbb7b423b5fa33c9d683d086a52821011737907028.jpeg

A reception to noted persons and pitha Utsab organised by the Kachua Kalyan Sangha was held at the Dhaka Univeristy Mokarram Bhaban Hall on Saturday 25 Jan 2025.



শনিবার (২৫ জানুয়ারি)  সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন হল কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷  

সংগঠনটির সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিটিক্যাল কেমেস্ট্রীর অধ্যাপক ড. মো: শাহ এমরানের সঞ্চালনায় এবং সভাপতি মো: রুহুল আমীন চৌধুরীর সভাপতিত্বে চাঁদপুরের কচুয়া উপজেলার সাতজন গুনী ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। 

জনপ্রশাসনে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য ডা. মো. আমিনুল ইসলাম, সাংবাদিকতায়  মোস্তফা কামাল মজুমদার, চিকিৎসা সেবায় ডা. তাহমিনা ভুঁইয়া, শিক্ষকতা ক্যাটেগরীতে ড. মো. শাহ এমরান, সশস্ত্র ও আইন শৃংখলা বাহিনীর  মেজর জেনারেল (এলপিআর) আব্দুল্লাহ আল মামুন, আর্থিক ব্যবস্থাপনা ও ব্যাংকিকং এ মামুনুর রশীদ মোল্লা এবং সমাজসেবায় মো: রফিকুল ইসলাম রনিকে সম্মাননা স্মারক দেওয়া হয়৷  

অনুষ্ঠানে কচুয়া উপজেলার ঢাকায় বসবাসরত বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন৷