
A unique programme was organised by the Agriculture Department in Kalapara to honour heroes on the Victory Day,
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মহান বিজয় দিবসে কৃষি বিভাগের ব্যতিক্রমী আয়োজন নজর কেড়েছে স্থানীয় জনসাধারণের। উপজেলা কৃষি অফিসের সামনে মঙ্গলবার দিনভর ব্যতিক্রমী এ উপস্থাপনা দেখতে ভিড় করে শত শত মানুষ। দেশের কৃষি খাতকে সমৃদ্ধ করতে, জনসাধারণকে কৃষি কাজে আগ্রহী করে তুলতে কৃষি বিভাগের এ ব্যতিক্রমী উপস্থাপনাকে সাধুবাদ জানিয়েছে সুশীল সমাজের প্রতিনিধিরা।
মহান বিজয় দিবসে কৃষি বিভাগের ব্যতিক্রমী উপস্থাপনা সম্বলিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া ইউএনও কাউছার হামিদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম মোকছেদুল আলম, সহকারী জনস্বাস্থ প্রকৌশলী মো. জসিম সহ উপজলা প্রশাসনের কর্মকর্তা ও গনমাধ্যম কর্মীরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন বলেন, মহান বিজয় দিবসের বিশেষ আয়োজনে দেশের বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে কৃষি মেলায় সবজি, ফল দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে দেশের মানচিত্র। নদী-খাল দিয়ে দৃশ্যমান করা হয়েছে দেশ মাতৃকাকে। বীর সন্তানদের সন্মান জানানো হয়েছে হরেক রঙের বাহারী ফলের চাক দিয়ে। এছাড়া মেলায় দেশের উৎপাদিত সকল ধরনের ফল, সবজি, তরকারি স্থান পেয়েছে। - গোফরান পলাশ