News update
  • US Assistant Secy Donald Lu likely to be in Dhaka May 14     |     
  • BTRC moving ahead to shut 'unregistered' news sites - Arafat     |     
  • PM tells JS how she came back defying military-backed CT gov     |     
  • UP Polls: BNP urges voters not to go to polling stations tomorrow     |     
  • 5 workers dead, 49 missing after a building collapsed in South Africa     |     

উত্তর কোরিয়া নিয়ে জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের মধ্যে আলোচনা

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2022-06-04, 10:56am

20220603_20_1122018_l-ea52eabeb8ecb379dbc95c0e9a25c29d1654318614.jpg




জাপান, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন কূটনীতিকরা উত্তর কোরিয়ার পরমাণু এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি নিয়ে সহযোগিতা জোরদার করা সংক্রান্ত আলোচনা করার জন্য সউলে বৈঠক করেছেন।

জাপান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনীয় বিষয়ক ব্যুরোর প্রধান, ফুনাকোশি তাকেহিরো দক্ষিণ কোরীয় রাজধানীতে শুক্রবার আয়োজিত এক বৈঠকে অংশ নেন। উত্তর কোরিয়া সংক্রান্ত মার্কিন বিশেষ প্রতিনিধি সোং কিম এবং কোরীয় উপদ্বীপের শান্তি ও নিরাপত্তা বিষয়ক দক্ষিণ কোরীয় বিশেষ প্রতিনিধি কিম গোং-ও এই আলোচনায় উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রথমে মার্কিন প্রতিনিধি তার দেশের মূল্যায়ন উপস্থাপন করেন যে, উত্তর কোরিয়া একটি পরমাণু পরীক্ষা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি এই অঞ্চলের মিত্রদের সুরক্ষার জন্য প্রতিরক্ষা এবং নিবারক শক্তি জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

দক্ষিণ কোরিয়ার কিম এই বলে পিয়োংইয়াংকে সংলাপের টেবিলে আনার গুরুত্বের বিষয়টি উল্লেখ করেন যে, “উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের জন্য অবিরাম প্রয়াস আমাদের নিবারক শক্তিকেই আরও জোরদার করে তুলবে”।

ফুনাকোশি বলেন, দেশগুলোর কিভাবে বিভিন্ন ধরনের পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখাতে হবে তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার প্রয়োজন রয়েছে, কেননা উত্তর কোরিয়া একটি পরমাণু পরীক্ষা’সহ আরও উস্কানিমূলক কাজ করতে পারে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।