News update
  • Dhaka’s air ‘unhealthy’ Thursday morning     |     
  • Vaccines saved at least 154 million lives in 50 years: WHO     |     
  • 6 workers die as truck overturns in Rangamati     |     
  • IMF team wants central bank’s measures on reserves, reform     |     

তাইওয়ান প্রণালীর বর্তমান উত্তেজনাময় পরিস্থিতি মার্কিন উস্কানির ফল: চীনা মুখপাত্র

ওয়াং হাইমান ঊর্মি কুটনীতি 2022-08-08, 6:53pm

img-20220808-wa0002-870f8a87576770a54802f15017202d2e1659963205.jpg




চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (সোমবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক তর্ক এই সত্যকে ঢেকে রাখতে পারে না যে, তাইওয়ান প্রণালীর বর্তমান উত্তেজনাময় পরিস্থিতির জন্য মার্কিন প্রশাসনের উস্কানি ও দায়িত্বজ্ঞানহীন আচরণই দায়ী।


মার্কিন হোয়াইটহাউসের মুখপাত্রের তাইওয়ান-সম্পর্কিত সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় চীনা মুখপাত্র এ মন্তব্য করেন।


চীনা মুখপাত্র বলেন, চার মাস আগে থেকেই চীন বিভিন্ন চ্যানেলে মার্কিন প্রশাসনকে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের বিরুদ্ধে তার মনোভাব জানিয়ে আসছিল।

চীন এটা স্পষ্ট করেই বলেছে যে, এ ধরনের সফর হবে ‘এক চীননীতি’ এবং ‘তিনটি যৌথ ইস্তাহার’-এর গুরুতর লঙ্ঘন। কিন্তু মার্কিন প্রশাসন এ কথা কানে তোলেনি। 


(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)