News update
  • Gaza Ceasefire Not Enough as Children Continue to Die     |     
  • Bangladesh Sets Guinness Record With 54 Flags Aloft     |     
  • Gambia Tells UN Court Myanmar Turned Rohingya Lives Hell     |     
  • U.S. Embassy Dhaka Welcomes Ambassador-Designate Brent T. Christensen     |     
  • Survey Shows Tight Race Between BNP and Jamaat-e-Islami     |     

আলীগ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাত

কুটনীতি 2022-09-11, 12:05pm

British High Commissioner Robert C. Dickson on Saturdeay called on AL International Affairs secretary Shammi Ahmed. Photo - Courtesy.



ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক ও ব্রিটিশ জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি. ডিকসন গতকাল শনিবার গুলশানে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব ড. শাম্মী আহমেদের সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেন। এসময়, ব্রিটিশ হাইকমিশনারকে ড শাম্মী আহমেদ বলেন, ব্রিটেনের রানির মৃত্যুতে বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত ও ব্যথিত। রানির আত্মার শান্তি কামনা করেন ড. শাম্মী আহমেদ।

পাশাপাশি, নতুন রাজা তৃতিয় চার্লসকে অভিনন্দন জানান তিনি। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সুসম্পর্ককে আরও উচ্চতায় নিতে উভয় দেশ কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন ড. শাম্মী আহমেদ।

সাক্ষাৎ অনুষ্ঠানে উপকমিটির সদস্যদের মধ্যে সাহাব আহমেদ, খান মইনুল ইসলাম, তারিক হাসান সমি, ব্যারিস্টার ইমরানুল হাই, ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, খালেদ মাসুদ আহমেদ ও সুমগ্ন করিম উপস্থিত ছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি