News update
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     
  • Dhaka’s air quality ‘moderate’ also on Friday morning     |     
  • Russia 1st country to recognize Taliban rule in Afghanistan     |     
  • New report seeks reforms for free, pluralistic media in BD     |     

ভারত, অস্ট্রেলিয়া নিরাপত্তা এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায়

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2023-03-10, 9:13am

01000000-0aff-0242-719e-08db20b14fac_cx0_cy3_cw0_w408_r1_s-744e2c2f0db0f485a9e68acb31730e511678418030.jpg




অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারত সফরে গিয়েছেন। ভূ-রাজনীতি এবং বাণিজ্যিক স্বার্থ উভয় দেশের ঘনিষ্ঠ অংশীদারিত্বকে সুসংহত করবে বলে আশা করা হচ্ছে।

২০২০ সাল থেকে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি পাচ্ছে। সে সময় ভারত অস্ট্রেলিয়ার সাথে ঘনিষ্ঠ কৌশলগত মৈত্রী নিয়ে দ্বিধা কাটিয়ে উঠে এবং অস্ট্রেলিয়াকে বার্ষিক নৌ মালাবার অনুশীলনে যোগ দিতে আমন্ত্রণ জানায়। এই নৌ অনুশীলন নয়াদিল্লি যুক্তরাষ্ট্র এবং জাপানের সাথে পরিচালনা করে। গত ডিসেম্বরে ভারত অস্ট্রেলিয়ান সেনার সাথে প্রথম যৌথ মহড়া করেছে।

উভয় দেশই কোয়াড গ্রুপের সদস্য। গ্রুপটি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য বিস্তারের প্রচেষ্টাকে প্রতিহত করতে চায়।

শুক্রবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর আলোচনাটি প্রথম বার্ষিক সম্মেলনের অংশ, যা দুই দেশ গত বছর আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল

গত বছর দুই দেশ একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এক দশকের মধ্যে উন্নত দেশটির সাথে ভারতের এটি প্রথম চুক্তি স্বাক্ষর। উভয় দেশই আরও উচ্চাভিলাষী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে, তবে এতে এখন পর্যন্ত খুব বেশি অগ্রগতি হয়নি।

ক্যানবেরা কোভিড-১৯ মহামারীর উৎস সম্পর্কে তদন্তের আহ্বান জানানোর পরে ২০২০ সালে বেইজিং অস্ট্রেলিয়ার রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় চীনের সাথে একটি বাণিজ্য বিরোধের পরে অস্ট্রেলিয়া তাদের পণ্যের বাজারকে বৈচিত্র্যপূর্ণ করতে চাইছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।