News update
  • UNRWA Situation Report on Crisis in Gaza & Occupied West Bank     |     
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     

তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়: ট্রাম্প

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-02-21, 10:10am

0163e06240951ffebdcde846fb8f8d39c5310ce3d18288fc-f4c5ab9b7a6e06841f1d0b0fef25710e1740111018.jpg




বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মিয়ামিতে এক সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। খবর এনডিটিভি’র।

ট্রাম্প বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যদি ক্ষমতায় থেকে যেত, বিশ্ব তাহলে যুদ্ধে জর্জরিত হতো। 

তৃতীয় বিশ্বযুদ্ধ করে কারো কোনো লাভ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, 

আপনারা এটি (বিশ্বযুদ্ধ) থেকে দূরে নন। আমি বলছি, এটি দূরে নয়। যদি আমাদের এই প্রশাসন (বাইডেন সরকার) আর এক বছর থাকত, আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন। তবে এখন এটি ঘটবে না।

এছাড়া যুক্তরাষ্ট্র এসব যুদ্ধে অংশ নেবে না, বরং সেগুলো বন্ধ করবে বলেও জানান ট্রাম্প। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই মূর্খ, অন্তহীন যুদ্ধ থেকে মানুষকে থামাতে যাচ্ছি। আমরা নিজেরা এতে অংশ নেব না। তবে আমরা যে কারও চেয়ে আরও শক্তিশালী হব। এবং যদি কখনও যুদ্ধ শুরু হয়, এমন কেউ নেই যে আমাদের কাছাকাছি আসতে পারবে। কিন্তু আমরা মনে করি না যে এটি কখনও ঘটবে।’ তথ্য সূত্র আরটিভি।