News update
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     
  • Bangladesh rejects India’s advice; vows free, fair polls     |     
  • Hadi’s condition very critical: Singapore Foreign Minister     |     
  • Asia-Pacific hunger eases, Gaza pipeline fixed, Europe hit by flu     |     

ইউরোপীয় পণ্যে ৩০ নয়, ১৫ শতাংশ শুল্ক কার্যকর হবে : ট্রাম্প

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-07-28, 8:17am

donald_trump_19-606e8562e4952b320bbc9de12f9d39291753669036.jpg




ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডের লেয়েনের সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির ফলে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে আসা পণ্যের ওপর ১৫ শতাংশ নতুন শুল্ক বসানো ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (২৭ জুলাই) স্কটল্যান্ডের টার্নবেরিতে গল্ফ রিসোর্টে ভন ডার লেয়েনের সঙ্গে আলোচনার পর ট্রাম্প এ ঘোষণা দেন।

এ সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। এটি সবার জন্য একটি ভালো। ইইউ প্রধানও এই চুক্তিকে ভালো চুক্তি বলে প্রশংসা করেছেন।

এই চুক্তি এমন সময় হলো, যখন ১ আগস্টের মধ্যে ইউরোপকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বোঝাপড়ায় আসতেই হতো। তা না হলে, ইউরোপের পণ্যে ৩০ শতাংশ শুল্ক বসাতে পারত যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র ও ইউরোপ বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দুটি অংশ। এদের মধ্যে ব্যবসা-বাণিজ্য বিশাল। কিন্তু গত কয়েক বছর ধরে তাদের মধ্যে কিছু পণ্যের শুল্ক নিয়ে ঝামেলা চলছিল। ডোনাল্ড ট্রাম্প যখন আগেরবার প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি ইউরোপের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের মতো কিছু পণ্যে শুল্ক বসিয়েছিলেন। আবার ইউরোপও যুক্তরাষ্ট্রের কিছু পণ্যে পাল্টা শুল্ক বসায়। এর ফলে দুই পক্ষের মধ্যে ব্যবসা নিয়ে এক ধরনের উত্তেজনা চলছিল। তাই এখন এই নতুন চুক্তিকে দুই পক্ষের সম্পর্কের উন্নতির একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

চুক্তির মূল বিষয়গুলো কী?

স্কটল্যান্ডে আলোচনার পর ট্রাম্প সাংবাদিকদের জানান, নতুন এই চুক্তিটি সবার জন্য ভালো। এই চুক্তির আওতায়— ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রে আরও ৬০০ বিলিয়ন ডলার  বিনিয়োগ করবে। পাশাপাশি, ইউরোপ যুক্তরাষ্ট্র থেকে ৭৫০ বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি কিনবে।

ইইউ প্রধান ভন ডের লেয়েনও এই চুক্তিকে ভালো চুক্তি বলে প্রশংসা করেছেন, যা বোঝায় দুই পক্ষই এই সিদ্ধান্তে সন্তুষ্ট।