News update
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     
  • Vested quarter fuelling chaos to impose new fascism: Fakhrul     |     
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     
  • Jashore’s Gadkhali blooms with hope; flowers may fetch Tk4 bn      |     

অতিরিক্ত শুল্কারোপ: ট্রাম্পকে কটাক্ষ করে ভারতের পাশে দাঁড়াল চীন

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-08-08, 8:43am

c7c86eb408f74bd242bcbe1a3ad7f1c260eaf3ee7f8b34d9-888f862b93cf34ab7dd6128762eab8bb1754622969.jpg




ভারতসহ বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চীন। নয়াদিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ডোনাল্ড ট্রাম্পকে মাস্তান বলেও ‘কটাক্ষ’ করেছেন।

রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর বুধবার (৬ আগস্ট) অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে দেশটির ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়ালো ৫০ শতাংশ।

ট্রাম্প নতুন করে ঘোষিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কারোপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এই শুল্ককে ‘অন্যায্য ও অযৌক্তিক’ বলে অভিহিত করেছে দেশটি। সেই সঙ্গে ‘জাতীয় স্বার্থ রক্ষায় যথাযথ পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছে।

নয়াদিল্লির ওপর ট্রাম্পের এই শুল্কারোপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বৃহস্পতিবার দিল্লিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জু ফেইহং এ এক্স পোস্টে বলেন, ‘মাস্তানকে এক ইঞ্চি জায়গা দিলে মাইলকে মাইল দখল করে নেবে।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্য দেশগুলোকে অবদমন করতে চাইলে তা জাতিসংঘের বাণিজ্য নীতির পরিপন্থি হবে। এটা দীর্ঘস্থায়ী হতে পারে না।’

ভারতের ওপর শুল্কহার বাড়ানোর কথা আগেই জানিয়েছিলেন ট্রাম্প। মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্কহার ‘উল্লেখযোগ্য পরিমাণ’ বাড়াতে পারেন তিনি।

ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই নতুন শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প। বুধবার এক ঘোষণায় তিনি জানান, রাশিয়া থেকে তেল কেনার জন্য ‘শাস্তি’ হিসেবে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

এর প্রতিক্রিয়ায় সন্ধ্যায় বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, “সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র।”

“আমরা এরই মধ্যে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করেছি। আমাদের তেল আমদানি বাজারভিত্তিক এবং ভারতের ১৪০ কোটির বেশি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার সার্বিক উদ্দেশ্যকে সামনে রেখেই করা হয়েছে। তাই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অতিরিক্ত শুল্ক আরোপ করাকে আমরা অত্যন্ত দুঃখজনক বলে মনে করি। বিশেষত যখন অন্যান্য অনেক দেশও তাদের জাতীয় স্বার্থে একই ধরনের পদক্ষেপ নিচ্ছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা আবারও জোর দিয়ে বলছি, এসব পদক্ষেপ অবিচারপূর্ণ, অযৌক্তিক এবং অযথা। ভারতের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ আমরা গ্রহণ করব।”