News update
  • Inqilab Monch Seeks Home Adviser’s Exit     |     
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     
  • Vested quarter fuelling chaos to impose new fascism: Fakhrul     |     
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     

ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়নে ‘প্রস্তুত’ ইসরাইল

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-10-04, 10:46am

35435345435-5847d69656e8e4e6d40c7f113880eb171759553170.jpg




মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনায় হামাসের জবাবের পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, সব জিম্মিকে অবিলম্বে মুক্তির জন্য ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে ইসরাইল এখন প্রস্তুত।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর গাজা শহরে আইডিএফ চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরকে দেখা যাচ্ছে। (মাঝে)। ছবি: ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীশনিবার (৪ অক্টোবর) ভোরে এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, যুদ্ধের অবসান ঘটাতে এবং ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরাইলের নীতি অনুযায়ী কাজ চালিয়ে যেতে প্রেসিডেন্ট ও তার দলের সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ করব।

তবে বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের গাজায় বোমাবর্ষণ অবিলম্বে বন্ধের আহ্বানের বিষয়টি উল্লেখ করা হয়নি। ট্রাম্প বলেছেন, ইসরাইলি জিম্মিদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে এ পদক্ষেপ অপরিহার্য।

শুক্রবার (৩ অক্টোবর) হামাসকে প্রস্তাব মেনে নেয়ার সময় বেঁধে দেন ডোনাল্ড ট্রাম্প। রোববার রাতের মধ্যে সিদ্ধান্ত জানাতে হামাসকে আলটিমেটাম দেন তিনি। সমঝোতা না হলে গাজায় নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।

এর কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রস্তাবে আংশিক সম্মতির কথা জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধ বন্ধ হলে সব ইসরাইলি বন্দিকে মুক্তি দিতে রাজি জানিয়ে সংগঠনটি বলছে, ট্রাম্পের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত তারা।

হামাসের এই ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে আমি বিশ্বাস করি, তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরাইলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা জিম্মিদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করতে পারি।’

এদিকে জিম্মিদের মুক্ত করার জন্য ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের জন্য আইডিএফকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ইসরাইলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজা যুদ্ধের অবসান ও জিম্মিদের মুক্তির প্রস্তাব নিয়ে হামাস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃতির পর সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির শীর্ষ জেনারেলদের সঙ্গে ‘পরিস্থিতির বিশেষ মূল্যায়নে বৈঠক’ করেছেন।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী জামির আইডিএফকে নির্দেশ দিয়েছেন ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে জিম্মিদের মুক্তি কার্যকর করার প্রস্তুতি নিতে।