News update
  • Dhaka’s air quality ‘unhealthy’ 5th worst in world Saturday     |     
  • Dhaka’s air recorded unhealthy on Friday morning     |     
  • Teesta activists announce ‘Silent Rangpur’ campaign in 5 districts     |     
  • Ceasefire Offers Lifeline, but Gaza Hospitals in Ruins     |     
  • Christensen calls next election most consequential in decades     |     

হামাস যুদ্ধবিরতি মেনে চলছে, কিন্তু ইসরাইল লঙ্ঘন করেই যাচ্ছে: এরদোয়ান

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-10-24, 5:49pm

rterewrewrwexc-6e623a490702f6aafd69ff01c5651c3e1761306574.jpg




হামাস গাজা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। একইসঙ্গে ইসরাইল অব্যাহতভাবে চুক্তি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন তিনি।

উপসাগরীয় তিন দেশ সফর শেষে শুক্রবার (২৪ অক্টোবর) দেশে ফেরার সময় বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুর্কি প্রেসিডেন্ট এ কথা বলেন।

তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজায় কয়েকটি দেশের সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠনের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। আলোচনা এখনো চলছে, বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি।

কুয়েত, কাতার ও ওমান সফর শেষে শুক্রবার সাংবাদিকদের এরদোয়ান বলেন, এটা বহুস্তর বিশিষ্ট একটি ইস্যু, ফলে ব্যাপক আলোচনা এখনো চলছে। গাজায় আমরা সবধরনের সহায়তা দিতে প্রস্তুত। আমাদের প্রস্তুতি অব্যাহত রয়েছে।

গাজায় ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যে উপত্যকায় স্থিতিশীলতা ও ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রাখার জন্য তুরস্ক আন্তর্জাতিক প্রচেষ্টার ওপর জোর দিচ্ছে।

তিনি বলেন, হামাস যুদ্ধবিরতি মেনে চলছে, তারা স্পষ্টভাবেই বলেছে, যুদ্ধবিরতি মেনে চলার জন্য তারা আন্তরিক। কিন্তু ইসরাইল গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেই যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে ইসরাইলকে যুদ্ধবিরতি মেনে চলতে যুক্তরাষ্ট্রকে আরও প্রচেষ্টা চালাতে হবে।

এরদোয়ান বলেন, ইসরাইলের ‍ওপর কূটনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে। দেশটির ওপর নিষেধাজ্ঞা ও অস্ত্র বিক্রি স্থগিত করার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে সাহায্য করতে পারে।

গাজায় নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা ও উপত্যকাটির পুনর্নির্মাণে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান এরদেয়ান। তিনি বলেন, কোনো সন্দেহ নেই, গাজা আবার জেগে উঠবে। মিশরে আমাদের সাহায্য পাঠানো বন্ধ করিনি। আমরা তা অব্যাহত রাখবো।

তিনি বলেন, ইসরাইলের অমানবিক অবরোধের কারণে আমাদের গাজার ভাই-বোনদের সবকিছুর প্রয়োজন। এখন শুধু কথার নয়, পদক্ষেপ নেয়ার সময়।তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড