News update
  • Vandalism across Bangladesh to be resisted: Govt     |     
  • Vandalism at Dhanmondi-32 hould strongly be condemned: Delhi     |     
  • Hasina’s provocative remarks fueled Dhanmondi-32 attack: Govt     |     
  • Ex-president Abdul Hamid’s Kishoreganj house set on fire     |     
  • It’s official: January was the warmest on record     |     

মাগুরায় বিনা উৎপাদিত ধান নিয়ে আঞ্চলিক কর্মশালা

গ্রীণওয়াচ ডেস্ক কৃষি 2022-06-04, 11:27pm

image-44729-1654347325-6adddd36a3439f7f6ce53d653224bada1654363630.jpg




মাগুরা জেলায় শনিবার ‘বৃহত্তর যশোর ও ফরিদপুর’ অঞ্চলে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত আউশ ও আমন ধানের জাতসমূহ সম্প্রসারণে করনীয়’ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিনা উপকেন্দ্র মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক সুশান্ত কুমার প্রামাণিক, রাজবাড়ি জেলার উপ-পরিচালক এস.এম সহিদ নূর আকবর, চুয়াডাঙ্গা জেলার উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা, বিএডিসি খুলনা অঞ্চলের যুগ্ম পরিচালক একেএম কামরুজ্জামান, বিনার কৃষি তত্ত্ব বিভাগের প্রধান ড. মো. শহিদুল ইসলাম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মঞ্জুরুল আলম মন্ডল প্রমুখ। কর্মশালা সঞ্চালনা করেন বিনা মাগুরা উপকেন্দ্রের ইনচার্জ ও সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা সেফাউর রহমান। 

অনুষ্ঠানে এ অঞ্চলের বিভিন্ন জেলা থেকে কৃষি কর্মকর্তা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও ৫০ জন কৃষক প্রতিনিধি অংশগ্রহণ করেন। 

কর্মশালায় দেশের খাদ্য ঘাটতি পূরণে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল, খরা সহিষ্ণু, দ্রুত ফলদায়ক ও অধিক পুষ্টিমান সম্পন্ন বিনা ধান উৎপাদন ও সম্প্রসারণে বিভিন্ন পরামর্শ  দেয়া হয়।  তথ্য সূত্র বাসস।