News update
  • Young disabled people of BD vow to advocate for peace     |     
  • World Leaders Urged to Defend Human Rights and Justice     |     
  • Vegetable prices remain high, people buy in small quantities     |     
  • Off-season watermelon brings bumper crop to Narail farmers     |     
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     

২১ লাখ টন জ্বালানি তেল ও ৬০ হাজার টন সার সংগ্রহ করবে সরকার

গ্রীণওয়াচ ডেস্ক কৃষি 2023-01-12, 9:24am

image-74291-1673450759-45d20e1f992af0966b55d56ac692954f1673493878.jpg




সরকার দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আজ প্রায় ২১ লাখ টন জ্বালানি তেল ও ৬০ হাজার টন সার সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করেছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এ বছরের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির দ্বিতীয় বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, আজকের সভায় মোট ১০টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) প্রায় ১৮,২১৫.৫২ টাকা কোটি টাকা ব্যয়ে বিভিন্ন দেশের সাতটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে প্রায় ২০.৪০ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল ক্রয় করবে।

পরিশোধিত জ্বালানি তেল ইন্দোনেশিয়ার বিএসপি, সংযুক্ত আরব আমিরাত (ইউএই)’র ইনোক, ভারতের আইওসিএল, চীনের পেট্রোচায়না, মালয়েশিয়ার পিটিএলসিএল, থাইল্যান্ডের পিটিটিটি এবং চীনের ইউনিপেক থেকে আমদানি করা হবে।

মাহবুব বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে বিপিসি ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেডের কাছ থেকে প্রায় ৫৪৫.০৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ৬০ হাজার টন ডিজেলও সংগ্রহ করা হবে।

তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রস্তাব অনুসারে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে দশম লটের আওতায় আগের মূল্য প্রতি মে. টন ৪৮০ ডলারের বিপরীতে ৪৭০ ডলার দরে প্রায় ১৫০.০৮ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩০,০০০ টন বাল্ক দানাদার ইউরিয়া সার ক্রয় করবে।

এছাড়া বিসিআইসি সৌদি আরবের কাছ থেকে প্রায় ১৪৯.৩৬ কোটি টাকা ব্যয়ে আরও ৩০ হাজার টন ইউরিয়া সার সংগ্রহ করবে। এ ক্ষেত্রে প্রতি টন সারের দাম পড়বে আগের মূল্য টন প্রতি ৫৫১.৬৭ ডলারের বিপরীতে ৪৭০ ডলার।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) শ্রীনোভা ইস্পাত প্রাইভেট লিমিটেড, কলকাতা, ভারত (স্থানীয় এজেন্ট: এলআইডি, ঢাকা)  থেকে প্রায় ৭০.০২ কোটি টাকা ব্যয়ে ১২,৫০০ টন চিনি সংগ্রহ করবে।

এছাড়া সিসিজিপির এ সভায় প্রায় ১১টি উপ-প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং বিস্তারিত নকশা প্রণয়নের লক্ষ্যে রেলওয়ে সংযোগ উন্নয়ন কারিগরি সহায়তা সংক্রান্ত প্রকল্পের জন্য প্রায় ১৯৩.৬৪ কোটি টাকা ব্যয়ে ওসিজি, জাপান, ফ্রান্সের ইজিআইএস, মালয়েশিয়ার এইচএসএস, এবং এসওডিইবি কনসাল্ট ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশ-এর যৌথ উদ্যোগকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ দিতে রেলওয়ে মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবও অনুমোদন করা হয়।

এছাড়া বৈঠকে বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)’র তিনটি এবং স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা ওয়াসা থেকে আরেকটি প্রস্তাবও অনুমোদন করা হয়। তথ্য সূত্র বাসস।