News update
  • 2025: People’s Resistance Against Hydro Projects in Himalaya     |     
  • Fully ready to hold free, fair, peaceful elections: Prof Yunus      |     
  • Khaleda Zia’s Mausoleum Opens to Public at Zia Udyan     |     
  • Bangladesh cuts fuel prices by Tk 2 a litre at start of 2026     |     
  • Stocks advance at DSE, CSE in early trading     |     

জাতীয় সংসদের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করলেন স্পীকার

গ্রীণওয়াচ ডেস্ক: কৃষি 2023-07-17, 6:43pm

whatsapp-image-2023-07-17-at-14-93b3e667ee0c95f80fa2011e890f17861689597798.jpg




বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ সংসদ ভবনের 'পার্লামেন্ট মেম্বার্স ক্লাব' প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনকালে স্পীকার বলেন, বৃক্ষরোপন জাতীয় সংসদের একটি ধারাবাহিক কর্মসূচি কারণ পরিবেশ সংরক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব জনজীবনকে প্রভাবিত করছে এবং জীবনকে সংকটের মুখে ফেলছে। এই সংকট থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপনের কোনো বিকল্প নাই বলে স্পীকার উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বৃক্ষরোপন পরিবেশে অক্সিজেনের ভান্ডার তৈরী করে। এসময় তিনি পরিবেশ সুরক্ষিত রাখতে সকলকে বেশি করে  বৃক্ষরোপন করার আহবান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান তিনি। এসময় স্পীকার একটি আম ও একটি কাঠগোলাপ গাছের চারা রোপণ করেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি, হুইপ মোঃ আতিউর রহমান আতিক এমপি, হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, সৈয়দা রুবিনা আক্তার এমপিসহ সংসদ সদস্যগণ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।