News update
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     
  • Revenue earnings shortfall widens in October     |     

কলাপাড়ায় ৪০ কেজিতে ধানের মন নির্ধারণের দাবিতে কৃষক সমাবেশ

কৃষি 2024-11-19, 12:18am

farmers-joined-a-rally-in-kalapara-on-monday-to-demand-setting-the-rule-that-40-kg-rive-will-make-one-maund-ea602db90fb40ed3f5559ec82e42527e1731953900.jpg

Farmers joined a rally in Kalapara on Monday to demand setting the rule that 40 kg paddy will make one maund._11zon



পটুয়াখালী প্রতিনিধি: ধানের মন ৪০ কেজিতে নির্ধারণ, লাভজনক দাম,নদী,খাল স্লুইস দখল মুক্ত,ইজারা বাতিল,প্রতি ইউনিয়নে গোডাউন নির্মাণ,শস্য বীমা চালু,খোদ কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়,সহজ শর্তে কৃষিঋণ প্রদান,স্বল্পমূল্যে সার কীটনাশক ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ, প্রতিগ্রামে পল্লী রেশনিং চালু সহ নানা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে রবিবার  ১৭ নভেম্বর  শেষ  বিকেলে মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় কৃষক মোঃ শাহআলম হাওলাদার।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি কলাপাড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক ও কৃষক সমিতির সদস্য কমরেড নাসির তালুকদার,সহ- সভাপতি মোঃ আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন),অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মতিউর রহমান,কৃষক হারুনর রশীদ,কৃষক মুসাগাজী ও কৃষক মাওলানা হারুনর রশীদ।

প্রায় ২ ঘন্টাব্যাপী সমাবেশে অন্তত: ২ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন,মাথার ঘাম পায় ফেলে কৃষক ফসল ফলায়। কিন্তু সেই ফসলের লাভ নেয় মধ্যসত্ত্বভোগী, ফরিয়া, দালাল শ্রেণীর লোকেরা। তারা চল্লিশ কেজি মনের পরিবর্তে ৪৯ কেজিতে মন মেপে নেয়। এছাড়াও তারা আরও বলে,যখন আমন মৌসুম আসে তখন দখল বাজরা খাল স্লুইসগেট দখল করে কৃষকদের ফসল নষ্ট করে,ভূমিদস্যুরা অফিস কর্মকর্তার যোগসাজসে কৃষকের খাল ইজারা নিয়ে কৃষকের উৎপাদন ব্যাহত করে,প্রকৃত কৃষক সরকারি কৃষি প্রণোদনা থেকে বঞ্চিত হয়,কৃষি কার্ডের সুবিধা না পাওয়া সহ কৃষকদের নানা বঞ্চনার কথা তুলে ধরেন বক্তারা। তাই কৃষকের গুরুত্বপূর্ণ এ সকল বিষয় নজরে এনে ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের  প্রতি জোর দাবি জানয়েছেন তারা। - গোফরান পলাশ