News update
  • 2 Landmark Ordinances Passed to Strengthen Forest & Wildlife Protection      |     
  • Zubaida Rahman heading to Dhaka to join Khaleda Zia’s UK flight     |     
  • Israeli Assault Has Plunged Gaza Into Worst Economic Collapse     |     
  • Woman sent to jail on charges of killing 8 puppies in Pabna     |     
  • UN Assembly Urges Decisive Action to Resolve Israel-Palestine Conflict     |     

কলাপাড়ায় ১২ হাজার তরমুজ চারা নষ্ট করে কৃষকের সাথে এ কেমন শত্রুতা!

কৃষি 2025-12-04, 11:13pm

watermelon-seedlings-of-a-farmer-destroyed-in-kalapara-60c87a61155b7fc9a9639f9ec1628c141764868426.jpg

Watermelon seedlings of a farmer destroyed in Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ফরিদ তালুকদার (২৮) নামের এক কৃষকের  জমিতে রোপণ করা প্রায় ১২ হাজার তরমুজের চারা নষ্ট করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার ধানখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক ফরিদ তালুকদার ৬ একর জমিতে তরমুজের চারা রোপণ করেছিলেন। চারা গাছগুলো ভালোভাবে বেড়ে উঠছিল। বৃহস্পতিবার সকালে তিনি জমির পরিচর্যা করতে গেলে দেখতে পান দুর্বৃত্তরা রাতে তার ক্ষেতের মধ্যে প্রবেশ করে চারার ওপর ক্ষতিকর রাসায়নিক স্প্রে ছিটিয়ে সব চারা নষ্ট করে দিয়েছে। এতে মুহূর্তেই চারাগাছগুলো শুকিয়ে যেতে শুরু করে।

ক্ষতিগ্রস্ত কৃষক ফরিদ তালুকদার জানান, আড়াই কানি জমি লিজ নিয়ে এবং প্রিমিয়ার ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋণ নিয়ে তিনি তরমুজ চাষ শুরু করেছিলেন। কিন্তু স্প্রে দিয়ে চারা নষ্ট করে দেওয়ায় তার পুরো মৌসুমের স্বপ্ন ভেঙ্গে গেছে।

তিনি বলেন, “আমি ক্ষেত দেখতে এসে দেখি সব চারা শুকিয়ে মরে গেছে। বুঝতে পারলাম কেউ স্প্রে মেরে নষ্ট করেছে। এখন আমি পুরোপুরি ক্ষতিগ্রস্ত। কীভাবে ঋণ শোধ করবো জানি না।”

স্থানীয়রা জানান, পূর্বশত্রুতার জেরে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। তারা সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। - গোফরান পলাশ