News update
  • UNRWA Report on the Humanitarian Crisis in Gaza & West Bank     |     
  • Rail link with Khulna cut off as train derails in Chuadanga     |     
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     
  • Dhaka’s air quality ‘moderate’ also on Friday morning     |     

আসিয়ান নেতারা আশা করছেন কম্বোডিয়া সমাবেশে সময় ইউক্রেনের দিকে মনোনিবেশ করবেন

গ্রীণওয়াচ ডেস্ক কৌশলগত 2022-08-05, 8:37am

img_20220805_083634-fccb239a4ca2d247a44322e8f96e0fad1659667044.jpg




আসিয়ানের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এবং এর সংলাপ অংশীদাররা একটি শীর্ষ সম্মেলনের জন্য নম পেনে আসছেন যা সম্ভবত আঞ্চলিক এবং বৈশ্বিক সংকটের ওপর আলোচনাকে প্রাধান্য দেবে। এর মধ্যে রয়েছে মিয়ানমারে হত্যাকারী সামরিক সরকার , বিনা উসকানিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তন।

২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলা বৈঠকের সিরিজে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের নির্ধারিত উপস্থিতির কারণে ইউক্রেন ইস্যু প্রাধান্য পাবে বলে আশা করা যাচ্ছে।

নম পেনে এশিয়ান ভিশন ইন্সটিটিউটের প্রেসিডেন্ট চেয়াং ভানারিট উল্লেখ করেছেন, আসিয়ানের মধ্যে ভিন্ন মতাবলম্বী জোটগুলির কারণে সাম্প্রতিক শীর্ষ সম্মেলন রাশিয়ার যুদ্ধের বিষয়ে যৌথ বিবৃতি জারি করা থেকে বিরত ছিল।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইও নমপেনে আসন্ন বৈঠকে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্লিংকেন ৩ থেকে ৫ আগস্ট নমপেনে থাকাকালীন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সাথে তাঁর দেখা করার কথা রয়েছে এবং তারপরে আফ্রিকা সফর শুরু করার আগে নতুন প্রেসিডেন্ট ফার্নিনান্দ মার্কোস জুনিয়রের সাথে সাক্ষাৎ করতে তিনি ফিলিপাইনে যাবেন।

অন্যান্য দশটি আসিয়ান সদস্য দেশ গত বছর মিয়ানমারে সহিংসতা শেষ করার জন্য ৫ দফার একটি ঐকমত্যে সম্মত হয়েছিল, কিন্তু কিছু লক্ষণ রয়েছে যে, সামরিক নেতৃত্বাধীন সরকার পরিকল্পনা মেনে চলছে, যার মধ্যে সহিংসতার অবসান এবং সংলাপ শুরু করা্র মতো ব্যাপার অন্তর্ভুক্ত রয়েছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।