News update
  • HC stays IDRA move to suspend Sonali Life Board Directors      |     
  • Man dies from heat stroke in Dhaka’s Gulistan     |     
  • UNRWA Situation Report no. 103 on the Gaza Strip & West Bank     |     
  • UNRWA Situation Report no. 103 on the Gaza Strip & West Bank     |     
  • US Human Rights Report 2023: Significant HR issues persist     |     

উৎপাদন সামান্য বৃদ্ধি করতে ওপেক প্লাসের সম্মতি

গ্রীণওয়াচ ডেস্ক জীবাশ্ম 2022-08-05, 8:45am

20220804_n01_1146302_l-ff36a3211f1f2916c2d0dd522588d69a1659667550.jpg




বিশ্বের নেতারা তেলের উচ্চ মূল্যের প্রতিক্রিয়া সামাল দেয়ার চেষ্টা করে চলেছেন। উৎপাদকদের আরও বেশি তেল উত্তোaলনে রাজী করানোর চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। উৎপাদকরা এখন আগামী মাসের জন্য বৃদ্ধি অনুমোদন করলেও সেই পরিমাণ হচ্ছে এতটাই কম যে পেট্রোল পাম্পে তেলের মূল্যকে তা সম্ভবত প্রভাবিত করবে না।

রাশিয়াকে অন্তর্ভুক্ত রাখা ওপেক প্লাস দেশের জ্বালানি মন্ত্রীরা বুধবার উৎপাদন বৃদ্ধি করা নিয়ে কথা বলেছেন। জুলাই এবং আগষ্ট মাসে উৎপাদন তারা দিনে ৬ লক্ষ ৪৮ হাজার ব্যারেল বৃদ্ধি করতে সম্মত হয়েছেন। তবে সেপ্টেম্বর মাসে বৃদ্ধির পরিমাণ হবে দিনে মাত্র ১ লক্ষ ব্যারেল।

ইউক্রেনে হামলা যুক্তরাষ্ট্রকে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ রাখায় প্ররোচিত করে। জুলাই মাসে প্রেসিডেন্ট জো বাইডেন আরও বেশি তেল উত্তোলনে নেতাদের উপর চাপ প্রয়োগ করার জন্য অঞ্চলের সবচেয়ে বড় উৎপাদক সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য সফর করেছেন।

বাইডেন বলেছেন তিনি আশা করছেন সৌদি রাজতন্ত্র “আরও পদক্ষেপ” নেবে।

তবে ওপেক প্লাসের সদস্যরা সেই পথে চলতে অস্বীকার করেছেন। তারা বলছেন তেলের খাতে বিনিয়োগ কমে যাওয়ার কারণে অতিরিক্ত সামর্থ্য “মারাত্মক রকম সীমিত” হয়ে পড়েছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।