News update
  • UNRWA Report no. 104 on situation in Gaza Strip & West Bank     |     
  • UN closes case on alleged staff collusion in 7 Oct attacks     |     
  • BNP expels 3 more leaders for contesting first phase of UZ polls     |     
  • “Voting centres where fake votes are cast will be shut immediately”      |     
  • Three dead in Israeli strikes on south Lebanon: report     |     

তাইওয়ানকে সাহায্য করার জন্য কংগ্রেসের অঙ্গীকার: পেলোসি

গ্রীণওয়াচ ডেস্ক কৌশলগত 2022-08-05, 8:49am

20220804_18_1146436_l-ad4a612c7ac8426a24bb7cd5756225261659667774.jpg




মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি পুনর্নিশ্চিত করেছেন যে, তার সফরের পর তাইওয়ানকে সাহায্য করায় কংগ্রেস অঙ্গীকারবদ্ধ।

পেলোসি বুধবার কংগ্রেস প্রতিনিধি দলের তাইওয়ান সফর নিয়ে এক বিবৃতি প্রকাশ করেন। ২৫ বছরের মধ্যে তাইওয়ান সফরে যাওয়া মার্কিন প্রতিনিধি পরিষদের প্রথম স্পিকারে তিনি পরিণত হয়েছেন।

বিবৃতিতে, পেলোসি বলেন, “আমাদের কংগ্রেস প্রতিনিধি দলের সফরকে এরকম দৃঢ় বিবৃতি হিসেবে দেখা উচিত যে আমেরিকা তাইওয়ানের পাশে রয়েছে”।

তিনি এও বলেন, “আমরা পুনর্নিশ্চিত করেছি যে, তাইওয়ানের সাহায্যে কংগ্রেসের চলমান অঙ্গীকার আগ্রাসনের মুখে তাদের স্বাধীনতাকে রক্ষা করবে”।

কংগ্রেসে তাইওয়ানের জন্য দু’টি বিরোধী দলের সমর্থনের উপর পেলোসি জোর দেন।

তিনি বলেন, “আমাদের অংশীদারিত্ব কখনই ভেঙ্গে পড়বে না এবং কংগ্রেসের প্রতিনিধি পরিষদ এবং সিনেটে - ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের সমর্থন ইস্পাত-দৃঢ় থেকে যাবে।”

চীনের কথা মাথায় রেখে পেলোসি আরও বলেন যে, “তাইওয়ানের জনগণের সাথে আমেরিকার সংহতি এখন আগের যে কোন সময়ের চাইতে আরও বেশি গুরুত্বপূর্ণ, কেননা আমরা এই অঞ্চলের পাশাপাশি সারা বিশ্বে স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষায় সমর্থন অব্যাহত রাখছি”। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।