News update
  • 70% of envir journalists report attacks, threats, pressure: UN     |     
  • Dhaka air ‘unhealthy’ Friday morning     |     
  • Arakan Army frees 12 Bangladeshi fishermen     |     
  • A soothing respite: Rain in Dhaka after prolonged heatwave     |     
  • Palestine economy in ruins, as Gaza war sets dev back 2 decades     |     

চীনের কোভিড সংক্রান্ত অস্থিরতা পর্যবেক্ষণ করছেন বাইডেন

গ্রীণওয়াচ ডেস্ক কৌশলগত 2022-11-29, 4:27pm

image-68555-1669699538-126d173fdcbdd0a553aaa3c92d4d2fa81669717660.jpg




মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনে কোভিড সংক্রান্ত লকডাউন অবসানের এবং বৃহত্তর রাজনৈতিক স্বাধীনতার দাবিতে জনগণের বিক্ষোভ-সমাবেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। এদিকে দেশটির বাইরে যুক্তরাষ্ট্রে এমন দাবিতে ছোট আকারে বিক্ষোভ ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। সোমবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।

সপ্তাহান্তে চীনের প্রধান শহরগুলোতে শত শত মানুষ রাজপথে নেমে আসার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন মন্তব্য করা হলো। চীনে এমন বিক্ষোভ জনসাধারণের হতাশার একটি বিরল বহি:প্রকাশ যা আন্তর্জাতিক চীনা-ভাষী সম্প্রদায়গুলোতেও ছড়িয়ে পড়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘তিনি চীনের এই বিক্ষোভ পর্যবেক্ষণ করছেন। আমরা সকলেই এটি করছি।’

কিরবি বিক্ষোভকারীদের দাবির ব্যাপারে বাইডেনের প্রতিক্রিয়ার বর্ণনা না দিয়ে বলেন, ‘প্রেসিডেন্ট বিশ্বব্যাপী প্রতিবাদকারীদের পক্ষে কথা বলতে যাচ্ছেন না। তারা নিজেদের পক্ষে কথা বলছে।’

তবে তিনি বিক্ষোভকারীদের অধিকারের প্রতি মার্কিন সমর্থনের ওপর জোর দেন।

কিরবি বলেন, ‘মানুষকে সমবেত হওয়ার এবং কোন নীতি বা আইন বা আদেশের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার দেওয়া উচিত এমন ক্ষেত্রে যা তারা গ্রহণ করে।’

এরআগে সোমবার মার্কিন পররাষ্ট্র বিভাগ বলেছে, ওয়াশিংটন চীনের কোভিড লকডাউন নীতিকে বড় বাড়াবাড়ি হিসেবে দেখছে। তথ্য সূত্র বাসস।