News update
  • UN, ASEAN urged to save Rohingyas from genocide in Myanmar     |     
  • Light morning rain in parts of Dhaka brings some relief     |     
  • “AI tool capable of classifying brain tumors within hours”     |     
  • Dhaka’s air quality ‘moderate’ Saturday morning     |     
  • World court opens hearings on request to halt Rafah incursion     |     

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বিষয়ক প্রশিক্ষণ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2023-01-21, 9:31am

image-75488-1674235251-767b4537c46feb5305112cc276036c5f1674271899.jpg




জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বিষয়ে বিশেষ শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের দশম দিনে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু প্রফেসরিয়াল ফেলো ও প্রথিতযশা রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

শুক্রবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাশ রুমে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্য তুলে ধরেন তিনি।

অধ্যাপক ড. হারুন-অর-রশিদ ‘ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয়ের প্রচেষ্টা’ ও ‘অখ- স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস ও উপমহাদেশের বিভক্তি’ শীর্ষক বিষয়ের ওপরে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। পাশাপাশি তিনি ১৯৫২ সালে সংগঠিত ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাসহ দেশ সৃষ্টির বিভিন্ন দিক তুলে ধরেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি, বেসরকারি কলেজের ৮০ জন শিক্ষকের অংশগ্রহণে এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। বিকালের সেশনে ‘যুদ্ধাপরাধীদের বিচার, আন্তর্জাতিক আদালত : বাংলাদেশের অবস্থান’ শীর্ষক বিষয়ে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্য তুলে ধরেন ঘাতক দালাল নির্মুল কমিটি সভাপতি শাহরিয়ার কবির।