১৯৭১ সালে এ রাতে ঢাকা শহরের আলো নিভিয়ে যে অপারেশন সার্চলাইটের অতর্কিত হত্যাযজ্ঞে মেতেছিল হানাদার বাহিনী, মর্মন্তুদ সেই রাতের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
শনিবার (২৫ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পর্যন্ত ‘গণহত্যার কালরাত্রি সমাবেশ ও আলোর মিছিল’ থেকে এ দাবি জানানো হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সংসদ সদস্য আরমা দত্ত, বঙ্গবন্ধু গবেষক অধ্যাপক মুনতাসীর মামুন, কথা সাহিত্যিক জাফর ইকবাল, সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, প্রজন্ম একাত্তরের সাবেক সভাপতি সাইফুজ্জামান বাদশা।
প্রজন্ম একাত্তরের সভাপতি আসিফ মুনীর তন্ময় ঘোষণাপত্র পাঠ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর।
অনুষ্ঠানের এক পর্যায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ৫৩টি মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল বের করা হয়। জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীদের কণ্ঠে আগুনের পরশমণি গানের সুরে আলোর মিছিলে অংশ নেন সকল স্তরের মানুষ।
রাত সাড়ে ১০টায় মশাল ও মোমবাতি হাতে ‘আলোর মিছিল’ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের গণকবরে উপস্থিত হন সবাই। তথ্য সূত্র আরটিভি নিউজ।