News update
  • Bangladesh Sent Garments to 36 Nations via India     |     
  • NBR scramble to meet IMF conditions on revenue collection     |     
  • Gaza: UN rights office condemns Israeli buffer zone plan     |     
  • US tariffs move could see 3% fall in global trade: Top UN economist     |     

রমজানে স্কুল বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2024-03-11, 1:35pm

ywbdbye-64610c11de75a115c9db2c695d06a8211710142651.jpg




রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

সোমবার (১১ মার্চ) সহকারী অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আপিল করা হয়েছে। আবেদনটির ওপর আজই শুনানি হতে পারে।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিকা আংশিক সংশোধন করে রমজানে ১৫ দিন মাধ্যমিক পর্যায়ের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে পৃথক বিজ্ঞপ্তিতে রমজানে প্রাথমিক বিদ্যালয়ে ১০ দিন ক্লাস চলবে বলে জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালায়। পরে এই বিজ্ঞপ্তি দুটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক শিক্ষার্থীর অভিভাবক।

এরপর গত ১০ মার্চ রিটের শুনানিতে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সরকারি সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাহমুদা খানম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুজ্জামান। তথ্য সূত্র আরটিভি নিউজ।