News update
  • 2 killed as bus hits truck on Dhaka-Chattogram highway     |     
  • Chief Adviser seeks prayers for Khaleda Zia’s recovery     |     
  • Southeast Asia Floods Kill Over 250, Thousands Displaced     |     
  • Trump Vows to Halt Migration From ‘Third World’ Nations     |     
  • Journos should strengthen themselves to secure rights: Fakhrul     |     

কোটা সংস্কারের দাবিতে উত্তাল জাবি, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2024-07-10, 11:35am

fdgstestew-61ee0a26c5aa3d53aed549b2804f26da1720589757.jpg




সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে দিনব্যাপী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে দিনব্যাপী অবরোধের জন্য অবস্থান নেন শিক্ষার্থীরা।

এ সময় বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীদেরকে ‘‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’’, ‘‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’’, ‘‘মেধাবীদের কান্না, আর না আর না’’, ‘‘মেধা নাকি কোটা মেধা মেধা’’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, আজ আপিল বিভাগের শুনানিতে শিক্ষার্থীদের পক্ষে রায় না আসলে কঠোর আন্দোলনে যাবেন তারা। একপর্যায়ে তারা দাবি পূরণ না হলে পুরো বাংলাদেশ অচল করে দেয়ার হুঁশিয়ারি দেন।

এ দিকে অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে রোগী বহনকারী গাড়ি ও জরুরি সেবার গাড়ি ছেড়ে দিচ্ছেন শিক্ষার্থীরা। আরটিভি