News update
  • Nations finalize historic pandemic deal after 3 yrs of talks     |     
  • NCP May Boycott Polls Without Major Reforms: Nahid      |     
  • Yunus Named in TIME’s 100 Most Influential     |     
  • BNP Urges US to Keep Bangladesh Tariffs Fair     |     

নতুন শিক্ষাক্রমের কার্যক্রম নয়, স্থগিত হয়েছে বগুড়ার কর্মশালা

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2024-08-11, 6:23am

ensittibi-ba28d0d37db0da56362784b08ba6915e1723335830.jpg




সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন শিক্ষাক্রমের কার্যক্রম স্থগিত হওয়ার তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম। তবে ১১ আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠিতব্য শিক্ষাক্রম সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) চেয়ারম্যানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মর্মে একটি সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে (প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স) প্রকাশিত হচ্ছে, যা সত্য নয়। তবে, ১১ আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠিতব্য শিক্ষাক্রম সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়েছে। আরটিভি।