News update
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     

২০২৫ সালের এইচএসসি ও এসএসসি পরীক্ষার সম্ভাব্য সময়

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2024-10-28, 9:18am

36d7cc2d9131e5f6b3a7a6c7ce9855572966beda57436e13-b8ec24c22c17970d363c5cbbf5bba6891730085511.jpg




আগামী বছরের (২০২৫ সালের) এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে পারে জুনের শেষ সপ্তাহে। আর এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি শুরু হতে পারে।

রোববার (২৭ অক্টোবর) শিক্ষা প্রশাসন এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। বড় ধরনের কোনো অঘটন না ঘটলে এ শিডিউল বাস্তবায়ন করতে চায় সরকার।

এসএসসি পূর্ণাঙ্গ সিলেবাসে ও এইচএসসি পুনর্বিন্যাসকৃত (২০২৩ সালে প্রণীত) সিলেবাসে হতে পারে বলে সূত্রটি জানিয়েছে।

এ বিষয়ে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার গণমাধ্যমকে বলেন, রোজা ও ঈদের ছুটির পর এসএসসি ও সমমান পরীক্ষা হবে। সেভাবে প্রস্তুতি চলছে।

মার্চে এবার রমজান মাস চলবে। ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ঈদুল ফিতর হতে পারে।

এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়ে আবুল বাশার বলেন, ৭ জুন পবিত্র ঈদুল আজহা হতে পারে। আমরা ঈদুল আজহার পর শুরুর পরিকল্পনা করেছি। জুনের শেষের দিকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করা যেতে পারে।