News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2024-12-25, 7:03am

img_20241225_070046-71f3a858c598ef9bafdea1643b430a4f1735088637.jpg




জাতীয়তাবাদী ছাত্রদলের ১১ ইউনিটের কমিটি ঘোষণার পর থেকে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ ও সরকারি তিতুমীর কলেজসহ ছাত্রদলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে বয়কট করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রধান ফটকে অগ্নিসংযোগ করে নতুন কমিটি ঘোষণার দাবি করা হয়।

এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুস শুকুর আইমান বলেন, দীর্ঘদিন পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থেকেছেন, তাদের বাদ দিয়ে নিজস্ব মাই ম্যান সেটাপ করতে সিন্ডিকেট করে পকেট কমিটি গঠন করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে অ্যাক্টিভ দুটি ব্যাচ- ৯ম এবং ১১তম ব্যাচের কাউকে কমিটিতে রাখা হয়নি এবং ছাত্রলীগ থেকে ৫ আগস্টের পর ছাত্রদলে যোগ দেওয়া ছেলেদেরও কমিটিতে রাখা হয়েছে। সুতরাং এই কমিটি আমরা ৪৫ দিন নয়, একদিনও মানি না।

এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. রায়হান হোসেন অপু বলেন, যারা সদ্য সাবেক হয়েছেন, তাদের সামনে এনে রাজনীতির যে ইতিবাচক ধারা, সেটা ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা চেয়েছিলাম ক্যাম্পাসে জুনিয়র কমিটি হোক। অথচ জুনিয়র না দিয়ে মুরব্বিদের নিয়ে কমিটি হয়েছে। এছাড়াও ছাত্রলীগের তরিকুল-রাসেল কমিটির সদস্য মাহিয়ান বিন অনিককে এই আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া যারা ৫ আগস্টের পর ছাত্র রাজনীতিতে এসেছে তাদেরও কমিটিতে স্থান দেওয়া হয়েছে। আমরা চাই নিয়মিত ছাত্রদের হাতে ছাত্র রাজনীতি ফিরে আসুক।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে নায়েমের গলি থেকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত অন্তত ৪০ নেতাকর্মী। এতে ঢাকা কলেজের মিরপুর সড়কে যানচলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। মিছিলটি মিরপুর সড়ক হয়ে ঢাকা কলেজের মূল ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সেখানে ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক জামিল বলেন, এক মাস আগে ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দীন নাসিরের এলাকার সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের সদস্য সচিব ইয়াসিন আরাফাতকে সায়েন্সল্যাব থেকে ধরে পুলিশে সোপর্দ করেছিলাম। পরে সে নিজে থানা থেকে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। সেই ক্ষোভের কারণে আমাকে ও আমার সহযোদ্ধাদের কমিটি থেকে বঞ্চিত করা হয়েছে। ঢাকা কলেজের ৩৬ সদস্য বিশিষ্ট যে যে কমিটি অনুমোদন করা হয়েছে সেখানে ৩/৪ জন ছাত্রলীগ আছে।

এছাড়া ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি তাসবিরুল ইসলাম বলেন, শুধু আমি নই দীর্ঘদিন যারা রাজপথে ছিল, আন্দোলন করেছে, কারা নির্যাতিত হয়েছে তাদের এ কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি-সেক্রেটারি নিজস্ব লোকদের নেতা বানানোর জন্য এবং সে কমিটিকে টিকিয়ে রাখার জন্য তাদের অনুগতদের দিয়ে কমিটি করেছে। এ কমিটি আমরা মানি না। আমরা গত ১৭ বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সেই আন্দোলন আমরা আমাদের জীবনের সবকিছু দিয়ে আন্দোলন করেছি। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমরা এই অবৈধ কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পরে রাত ৯টায় ফার্মগেটের মূল সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তেজগাঁও কলেজ ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। পদবঞ্চিত নেতাকর্মীরা বলেন, ত্যাগীদের বঞ্চিত করে তেজগাঁও কলেজের নবগঠিত কমিটি গঠিত হয়েছে। বিগত ১২ বছর ধরে তেজগাঁও কলেজ ছাত্রদলের রাজনীতি করছি। আমাদের নামে একাধিক মামলা রয়েছে। আমরা জেল খেটেছি, তারেক রহমানের নির্দেশে আমরা হরতাল অবরোধ পালন করেছি। আমরা রাজপথে সর্বোচ্চটা দিয়ে দীর্ঘসময় রাজনীতি করেছি। অথচ এ কমিটিতে আমাদের মূল্যায়ন করা হয়নি। আমরা এই কমিটি মানি না। যারা দুঃসময়ে রাজপথে ছিল তাদের দিয়ে কমিটি করতে হবে।

এরপর রাত সাড়ে ১০টার পর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সড়কে আগুনে জ্বালিয়ে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। তাদের অভিযোগ, অছাত্র, অনিয়মিত ও ছাত্রলীগের কর্মী নিয়ে তিতুমীর কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি করা হয়েছে। এটি একটি পকেট কমিটি হয়েছে। এখানে অনেক ছাত্রলীগের লোকজন রয়েছে। আমরা এ কমিটিকে প্রত্যাখান করছি। নতুন করে কমিটি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।

এ সময় সদ্য সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আল ওয়াসী বলেন, আজ থেকে এই কমিটি অবাঞ্ছিত ঘোষণা করা হলো, আমরা এই কমিটির কার্যক্রম পরিচালনা করতে দেবো না। আমরা কেন্দ্রীয় নেতাদের এই বার্তা দিতে চাই আপনারা যে কমিটি দিয়েছেন তা সাধারণ শিক্ষার্থীরা মানবে না।

এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও কেন্দ্রীয় ছাত্রদলের অধীনে ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, পূর্ব ও পশ্চিম শাখার সংগঠনটির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

আরটিভি