News update
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • Sudan war becomes more deadly: Ethnically motivated attacks up     |     
  • Dhaka's RMG exports reach $38.48 bn in 2024: New markets up     |     
  • Bangladesh’s GDP Growth to Decline to 4.1% in FY25: WB     |     

ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-01-09, 7:39am

img_20250109_073857-02d003b71fed07cd1eaa8a3e3b1c31f01736386756.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে হল পাড়া খ্যাত বিজয় ৭১ হলের সামনে থেকে মিছিল শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসি চত্বরে এসে শেষ হয়।

এ সময় দ্রুত ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ‘আওয়ার ডাকসু আওয়ার রাইট- লেটস ফাইট লেটস ফাইট’, ‘এক দুই তিন চার- ডাকসু আমার অধিকার’, ‘অবিলম্বে ডাকসু চাই- ডাকসু দাও ডাকসু দাও’, ‘গণরুম না ডাকসু- ডাকসু ডাকসু’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, ডাকসু নির্বাচনের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো রূপরেখা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেয়নি। আমরা এতদিন শান্তভাবে কথা বললেও আরও শান্তভাবে কথা বলব না। আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের ডাকসু আদায় করব।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, ছাত্র জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে আমাদের ডাকসুর জন্য আন্দোলন করতে হচ্ছে। এর চেয়ে লজ্জাজনক আর কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য কিছু নেই।

নতুন কর্মসূচি ঘোষণা করে মাহিন সরকার বলেন, আমরা অতিদ্রুত ডাকসু নির্বাচনের রোডম্যপের দাবিতে টানা আন্দোলন শুরু করবো। আগামীকাল এই দাবিতে আমরা হলপাড়া থেকে সন্ধ্যা ৬টায় মিছিল নিয়ে আবারও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেব।

তবে রাত পৌনে ১১টার দিকে অবস্থান কর্মসূচি শেষে ভিসি চত্বর ত্যাগ করেন শিক্ষার্থীরা।

আরটিভি