News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

কুয়েটের উপাচার্যকে লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের নিন্দা

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-02-20, 7:33pm

rtertert-0d92f767aa1f729402b87b760e7133e81740058415.jpg




খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা উপাচার্য ড. মুহাম্মদ মাছুদকে অবরুদ্ধ করে শারিরীকভাবে হেনস্তা করে। একপর্যায়ে উচ্ছৃঙ্খল মব উপাচার্যের ওপর হামলা করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মেডিকেল সেন্টারে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ নেন।

বিবৃতিতে আরও বলা হয়, বিরাজনীতিকরণের চক্রান্তে লিপ্ত স্বাধীনতাবিরোধী একটি চক্র কুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাচ্ছে। উপাচার্যকে হেনস্তা করা তাদের সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ, যা ছাত্রলীগের ফ্যাসিবাদী আচরণেরই পুনরাবৃত্তি। 

কুয়েট উপাচার্যের ওপর সহিংস আক্রমণের সুষ্ঠু তদন্ত ও দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়ে সবশেষে বলা হয়, উপাচার্যকে হেনস্তা করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে উপাচার্য ড. মুহাম্মদ মাছুদকে অবরুদ্ধ করে সংঘর্ষের ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে বলেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অবরুদ্ধ অবস্থায় কুয়েটের মেডিকেল সেন্টারের একটি কক্ষে চিকিৎসা নেন তিনি।

এর আগে, ওইদিন ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হয়। এতে অর্ধশতাধিক আহত হন। আরটিভি