News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

সারাদেশে ম্যাটস শিক্ষার্থীদের অনির্দিষ্টকাল একাডেমিক শাটডাউন

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-03-02, 7:00pm

rtw2352-fcfe635ff60f76f440e6acbe7e87bad11740920403.jpg




চার দফা দাবি বাস্তবায়নে দেশের মেডিকেল কলেজগুলোতে সোমবার থেকে একাডেমিক শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ। এর আগেও তারা একই কর্মসূচি পালন করেছে। তবে এবারের কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য সরকারি-বেসরকারি ২১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পালন করবে।

একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মানববন্ধন ও জেলায় জেলায় লিফলেট বিতরণ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

রোববার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ম্যাটস শিক্ষার্থী মো. হাসিবুল ইসলাম শান্ত (হাসিব) এ কর্মসূচির ঘোষণা দেন। ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদে’র ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

হাসিবুল ইসলাম শান্ত বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় গত মাসে নিয়োগ প্রকাশসহ চার দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুত দেয়। সেই প্রতিশ্রুতি যথাসময়ে বাস্তবায়ন না হওয়ায় নতুন কর্মসূচি ঘোষণা করা হলো।

ম্যাটসের শিক্ষার্থীদের চার দফা দাবি হলো অবিলম্বে দশম গ্রেডে শুন্যপদে নিয়োগ, কর্মসংস্থান এবং সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি করতে হবে। চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এক বছরের ইন্টার্নশিপ।

এর বাইরেও প্রস্তাবিত অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন করা এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগ চেয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এই চার দাবিতে গত ৬ মাস ধরে আন্দোলন করছেন তারা।

দেশে ১৬টি সরকারি এবং ২০০টি বেসরকারি অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল রয়েছে। এসব ট্রেনিং স্কুল থেকে তিন বছরের কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিগ্রি পান। তারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করার সুযোগ পান।আরটিভি