News update
  • UN Urged to Tackle AI Bias Through Global Ethical Standards     |     
  • US Firm to Build Bangladesh’s First Gigawatt Solar Hub     |     
  • Joint Forces Recover 12,000 Cubic Feet of Stolen Stones in Sylhet     |     
  • E-Return Filings Near 100,000 in First 10 Days of Tax Season     |     
  • Fiji’s Truth Commission Seeks Healing After Decades of Turmoil     |     

দ্বিতীয় ক্যাম্পাসের ২০০ একর জমি বুঝে পেল জবি প্রশাসন

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-06-04, 7:34am

img_20250604_072709-b55ccd20434c1f831e4008cfd21340141749000898.jpg




রাজধানী ঢাকার অদূরে কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত ২০০ একর জমির অবশিষ্ট ১১ দশক ৪০ একর বুঝে পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মাধ্যমে জবির ২০০ একর জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) কেরানীগঞ্জ উপজেলার পশ্চিমদী মৌজায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা এই জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. আ. হালিম অবশিষ্ট জমির দখল আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রেজাউল করিমের হাতে তুলে দেন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. সাবিনা শরমীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. শেখ গিয়াস উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রক্টর ড. মুহাম্মদ তাজাম্মুল হক, পিআরআইপি পরিচালক, প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন সক্রিয় ছাত্রসংগঠনের নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের একনেক সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ২০০ একর জমির দ্বিতীয় ক্যাম্পাস অনুমোদন দেয়া হয়। এর অংশ হিসেবে ২০২০ সালের ২৩ জানুয়ারি ঢাকা জেলা প্রশাসন বিশ্ববিদ্যালয়কে ১৮৮ দশমিক ৬০ একর জমি হস্তান্তর করে। তবে অবশিষ্ট ১১ দশমিক ৪০ একর জমির হস্তান্তর বিলম্বিত হওয়ায় দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজে আটকে যায়।