News update
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     
  • Revenue earnings shortfall widens in October     |     

চলতি অর্থবছরের বাজেট ঘোষণা করল জবি

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-06-30, 8:29pm

4353452342-8ed3e487cb8136e0aea3579ab9719c501751293761.jpg




জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরে ২৯৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। যা গত অর্থবছরের বছরের তুলনায় ৪৮ দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ১০২তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সভাপতিত্বে পরিচালন ও উন্নয়ন বাজেট উত্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন।

এবারের অর্থবছরে প্রস্তাবিত মূল বাজেট ২৯৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা। যা ২০২৪-২৫ অর্থ বছরে সংশোধিত ঘাটতি বাজেটসহ বরাদ্দের তুলনায় ৪৮ দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রস্তাবিত বাজেটের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে ১৮৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়ে ১১০ কোটি টাকা ঘাটতি বাজেট দেখানো হয়েছে। এ ঘাটতি বাজেট থেকে ৬০ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের সম্পূরক বৃত্তি ও অস্থায়ী আবাসনের জন্য বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউজিসি। এছাড়া বাকি ৫০ কোটি টাকা ৩১টি খাতে ঘাটতি দেখানোর কথা বলেছে বাজেট সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন বলেন, গত বছরের তুলনায় আমাদের এ বছরের বাজেট ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমাদের শিক্ষার্থীদের জন্য যে সম্পূরক বৃত্তির কথা বাজেটে উপস্থাপন করা হয়েছে তা পেতে কিছুদিন অপেক্ষা করতে হবে। যখনই পাই না কেন শিক্ষার্থীদের এ সম্পূরক বৃত্তি জুলাই থেকেই কার্যকর হবে। একই সঙ্গে অন্যান্য খাতেও আমাদের বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে।