News update
  • Rail link with Khulna cut off as train derails in Chuadanga     |     
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     
  • Dhaka’s air quality ‘moderate’ also on Friday morning     |     
  • Russia 1st country to recognize Taliban rule in Afghanistan     |     

মাদকের অপব্যবহার রোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম জোরদারের নির্দেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-07-01, 7:45am

maushi_1_1-6b02d1db9347e9b48f0c4a3cceff94da1751334315.jpg




মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত এ সংক্রান্ত কমিটির কার্যক্রম গতিশীল ও দৃশ্যমান করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পাঠানো হয়েছে।

সোমবার (৩০ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির গত ১৭ জুন অনুষ্ঠিত হওয়া ৭ম সভার কার্যবিবরণী অনুযায়ী মাদকের কুফল সংক্রান্ত প্রচার-প্রচারণা বৃদ্ধি, জনমানুষকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত কমিটির কার্যক্রম গতিশীল ও দৃশ্যমান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত গতিশীল ও দৃশ্যমান করে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।