News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

নেইমারের জীবনে একটাই ভয়!

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-07-01, 7:48am

ny-531beb50ffb32d08756e6462c037c8e11751334483.jpg




দারুণ প্রতিভা আর সম্ভাবনা নিয়ে ফুটবল দুনিয়ায় আগমণ ঘটেছিল ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের। কিন্তু চোটের কবলে সেই সম্ভাবনার গাছে এখনও কোনো ফুল ফোটেনি। সম্প্রতি চোট থেকে ফিরে আবারও যোগ দিয়েছেন অনুশীলনে। এরপর সংবাদ সম্মেলনে ভিন্‌ন ধরনের এক কথা বলেছেন তিনি। যেখানে উঠে এসেছে নেইমারের জীবনের নানা বাক বদলের কথা। জানিয়েছেন জীবনের একমাত্র ভয়ের কথাও।

সম্প্রতি ৩৩ মিনিটের সেই সংবাদ সম্মেলন আপলোড করা হয় নেইমারের বর্তমান ক্লাব সান্তোস এফসির বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেলে। যেখানে কোনো সাংবাদিক নয়, নেইমারকে প্রশ্ন তার কাছের মানুষগুলো। তাদের প্রশ্নের উত্তরে নেইমারকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।

নেইমারের আচরণ নিয়ে বরাবরই অনেক সমালোচনা হয়েছে। সেই বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। নেইমার জানিয়েছেন, মানুষ তাঁকে যেভাবে বিচার করে, তাতে কখনও কখনও তাঁর কষ্ট লাগে, তবে ‘সবাই ভুল করে’, এ কথাও স্বীকার করেছেন নেইমার।

চোটই নেইমারের জীবনের একমাত্র বাধা। তার উজ্জ্বল ক্যারিয়াকেও অন্ধকারে ঠেলে দিয়েছে এই চোট। কিন্তু চোট নয়, নেইমারের জীবনের ভয় শুধু একটি বিষয় নিয়েই। কখনও যদি কোনো অসুখে তার স্মৃতিশক্তি হারিয়ে যায়। নেইমার বলেন, ‘আমার একটাই ভয়, এমন কোনো অসুখ হলো, যেটায় ভুগে সবকিছু ভুলে গেলাম! স্মৃতিশক্তি হারানো, এটাই আমার একমাত্র ভয়। ভুলে গেলাম কে আমি, আমার গল্প কী, লিগ্যাসি কী, সারা জীবন যাদের সঙ্গে চলেছি, তাদেরও ভুলে যাওয়া; এই একটি ভয়ই পাই আমি।’

আল হিলাল থেকে সান্তোসে ফিরে দুই দফা চোটের কবলে পড়েছেন নেইমার। সবমিলিয়ে মাঠের বাইরে ছিলেন ৭৮ দিন। এই সময়ে ম্যাচ খেলতে পেরেছেন মোটে ১২টি। চোটে থাকা অবস্থায়ই নেইমার যোগ দিয়েছিলেন একটি কার্নিবালে। সেখানে গিয়ে আরও বেশি সমালোচনার মুখে পড়েন তিনি।

মাঠের বাইরে তাঁর জীবন নিয়ে লোকের সমালোচনার বিষয়ে নেইমার বলেছেন, ‘আমাদের জীবনে কী ঘটে, সেসব যারা বোঝে না তাদের এমন সব প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। আর ভুল সবাই করে। স্বপ্ন, আশা ও গল্প নিয়ে সবাই তো মানুষ।’

চোট জর্জরিত ক্যারিয়ারেও অনেক কিছুই জিতেছেন নেইমার। ক্যারিয়ারের সেরা ছন্দে থাকা সময়ে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতেছেন নেইমার। এরপর বার্সা ছেড়ে রেকর্ড পারিশ্রমিকে পিএসজিতে গিয়ে একাধিকবার লিগ জিতেছেন ব্রাজিলিয়ান এই তারকা। দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবলেও জিতেছেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা।

তবে এখনও ছুঁয়ে দেখা হয়নি আরাধ্য সেই বিশ্বকাপের ট্রফিটা। নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট থাকলেও অপূর্ণতার সেই কথা জানালেন তিনি। নেইমার বলেন, ‘অবশ্যই সবাই জানেন বিশ্বকাপ জয় আমার স্বপ্ন। বেশি না হলেও এখনো কিছু সময় আছে। গত কয়েক বছর আমার জন্য খুব কঠিন কেটেছে। তবে বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণের মতো শক্তিশালী মনে করি নিজেকে।’

ব্রাজিলের নতুন দায়িত্ব নিয়েছেন ক্লাব ফুটবলের ইতিহাসের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি। দায়িত্ব নিয়ে পথ দেখাতে শুরু করেছে সেলসাওদের। ইতালিয়ান এই মাস্টার মাইন্ডের বিশ্বকাপ পরিকল্পনায় বেশ ভালোভাবেই আছেন নেইমার। এখন তিনি ইনজুরি মুক্ত থাকলে এবারও পূরণ হয়েও যেতে পারে সেই অপূর্ণতা। ব্রাজিল ভক্তদের অন্তত প্রত্যাশা এমনটাই।