News update
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     
  • Bangladesh rejects India’s advice; vows free, fair polls     |     

ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৬ কেন্দ্রে ভোটগ্রহণ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-07-31, 12:08pm

ducsu-29719031bb44bce2a985f8026b6c25431753942120.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।  

বুধবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের হলে হলে খসড়া ভোটার তালিকা ড্যাশবোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে। ভোটার তালিকার বিষয়ে আপত্তি জানানোর শেষ তারিখ ৮ আগস্ট। আগামী ১১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেপ্টেম্বরের ৯ তারিখে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

খসড়া তালিকা অনুযায়ী, এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৯৩২ জন। এর মধ্যে ছাত্রী ১৯ হাজার ২৮ জন এবং ছাত্র ২০ হাজার ৯০৪ জন। মোট ভোটারের ৫২ দশমিক ৩৫ শতাংশ ছাত্র ও ৪৭ দশমিক ৬৫ শতাংশ ছাত্রী ভোটার। 

ছাত্রদের জগন্নাথ ও ছাত্রীদের রোকেয়া হলে সর্বাধিক ভোটার ছাত্রদের হলের মধ্যে সর্বাধিক ভোটার রয়েছে জগন্নাথ হলে— ২ হাজার ২৫৪ জন। এ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০০ ভোটার রয়েছে।

কবি জসীম উদ্‌দীন হলে ভোটার সংখ্যা ১ হাজার ২৯৮, অমর একুশে হলে ১ হাজার ৩১৯, ফজলুল হক মুসলিম হলে ১ হাজার ৭৭৯, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ২ হাজার ১৭। বিজয় একাত্তর হলে ২ হাজার ১৩, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজারে ৭৩৫, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে রয়েছে ১ হাজার ৯৬১ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ৫৫৯,  সূর্যসেন হলে ১ হাজার ৪৯৫জন।

স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৪৮০ জন এবং হাজী মুহম্মদ মুহসীন হলে রয়েছে ১ হাজার ৩৯৪জন ভোটার রয়েছেন। সব মিলিয়ে ছাত্র ভোটারের সংখ্যা ২০ হাজার ৯০৪ জন, যা মোট ভোটারের ৫২ দশমিক ৩৫ শতাংশ।

এদিকে, ছাত্রী ভোটারের সংখ্যা ১৯ হাজার ২৮ জন, যা মোট ভোটারের ৪৭ দশমিক ৬৫ শতাংশ। ছাত্রীদের হলগুলোর মধ্যে সর্বাধিক ভোটার রয়েছেন রোকেয়া হলে— মোট ৫ হাজার ৬৭৬ জন।

কবি সুফিয়া কামাল হল, যেখানে ভোটার সংখ্যা ৪ হাজার ৪৯৫ জব, শামসুন্নাহ নাহার হলে ভোটার সংখ্যা ৪ হাজার ৯৮ জন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ২ হাজার ১০৮ জন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ হাজার ৬৫১ জন।   

তফসিল অনুযায়ী, ১২ আগস্ট থেকে ডাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৯ আগস্ট বেলা ৩টা।

মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২০ আগস্ট। এরপর ২১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৪ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত। এরপর ২৫ আগস্ট বিকেল ৪টায়প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

৬টি ভোটকেন্দ্র

এবারই প্রথম নির্ধারিত ভোটকেন্দ্র ও হলভিত্তিক ভোটারদের ভাগ করে দেওয়া হয়েছে ছয়টি কেন্দ্রে। কার্জন হল কেন্দ্রে ড. মুহম্মদ শহীদুল্লাহ, অমর একুশে এবং ফজলুল হক হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। 

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রে ভোট দেবেন জগন্নাথ, শহীদ সার্জেন্ট জহুরুল হক ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা। ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট দেবেন রোকেয়া, শামসুন নাহার ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে নির্ধারিত হয়েছে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের ভোটদান। 

সিনেট ভবন কেন্দ্রে ভোট দেবেন স্যার এ এফ রহমান, হাজী মুহম্মদ মহসীন এবং বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা। 

এ ছাড়া উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মাস্টার দা সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা ভোট দিয়ে নিজের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করবেন।