News update
  • 184 Palestinian journos killed in Gaza war endured hunger, grief     |     
  • Gaza Sees Record Hunger as West Bank Evictions Rise     |     
  • Gaza Health Crisis Deepens as Hospitals Overflow, WHO Warns     |     
  • Mystery over deaths of 2 men inside car in Mouchak basemeent     |     
  • Govt Ready to Transfer Power to Elected Leaders: Chief Adviser     |     

ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীরা শঙ্কা ও ট্রমায় আছে: ঢাবি ভিসি

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-08-11, 8:49am

img_20250811_084708-9a4fe751e7960b7aaea844d15083a9cf1754880540.jpg




নেতিবাচক ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আশঙ্কা আছে, ট্রমা আছে। সেই পরিপ্রেক্ষিতে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের ২৩টি ছাত্র সংগঠনকে নিয়ে জরুরি ভিত্তিতে সংলাপের শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

রোববার (১০ আগস্ট) বিকেল ৩টার দিকে ঢাবি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বিষয়ে বৈঠকের ফাঁকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। 

ঢাবি ভিসি বলেন, ডাকসু নির্বাচনে ছাত্র সংগঠনগুলোর কার্যকরী ভূমিকা প্রয়োজন। আমরা চাই তারা যেন সবাই এতে অংশ নেয়। তাই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে হল পর্যায়ে কার্যক্রম কেমন হবে, পাশাপাশি ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে নেতিবাচক মনোভাব রয়েছে, তা যেন কোনো পক্ষকে অপর পক্ষের মুখোমুখি না করে।

সংগঠনগুলো নানা পরামর্শ দিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আমরা আবাসিক হল দিয়ে শুরু করেছি, ক্যাম্পাসের বিষয়েও আলোচনা করবো, যে শিক্ষার্থী বান্ধব রাজনীতির রূপ কেমন হওয়া উচিত। আজকের বৈঠকে ছাত্র সংগঠনগুলো বিভিন্ন চমৎকার সব পরামর্শ দিয়েছে। এ আলোচনা আমরা চালিয়ে যেতে চাই। 

অধ্যাপক নিয়াজ বলেন, ছাত্র সংগঠনগুলোর অনেক অবদান আছে। কিন্তু কোনো পক্ষকে আমরা মুখোমুখি করতে চাই না, আবার নিবর্তনমূলক রাজনীতি ফিরে আসুক সেটাও আমরা চাই না।

এদিকে ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বিষয়ে ২৩টি ছাত্র সংগঠনকে নিয়ে বসা আজকের বৈঠক থেকে বামধারার ছাত্র সংগঠন ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) ও ছাত্র ইউনিয়ন ওয়াকআউট করেছে। বৈঠকে ছাত্র শিবিরকে আমন্ত্রণ জানানোর ঘটনায় ওয়াকআউট করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা।