News update
  • IU suspends 3 students for assaulting journos, warns 9 others     |     
  • Five Shariah Banks to Merge Into State-run Sammilito Islami Bank     |     
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Wednesday morning     |     
  • US proposes that the UN authorize a Gaza stabilization force for 2 years     |     
  • Democrat Zohran Mamdani is elected New York City mayor     |     

১৬ বছর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়েছে - এবিএম মোশাররফ

ক্যাম্পাস 2025-08-15, 11:14pm

khepupara-nesaria-kamil-madrasa-4d7d1a21d150bb41abda874686200dc51755278098.jpg

Khepupara Nesaria Kamil Madrasa



পটুয়াখালী: 'আওয়ামীলীগ বিগত ১৬ বছর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় বিবেচনায় শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়েছে। মেধাবীদের নিয়োগ দেয়া হয়নি। আমরা চেষ্টা করছি মেধাবীরা যাতে দল মত নির্বিশেষে মূল্যায়িত হয়।' -বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন শুক্রবার সকালে খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসায় ৫ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কালে স্থানীয় গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, 'দক্ষ জনশক্তি গঠন করে দেশকে এগিয়ে নিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেধাবীদের নিয়োগ দিতে হবে। একজন দক্ষ শিক্ষক বা কর্মকর্তা একটি প্রতিষ্ঠানকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে।' 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নিয়োগ বোর্ডের সদস্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারি ও সিনিয়র মাদ্রাসা) বেনজীর আহম্মেদ, মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, নিয়োগ বোর্ডের সদস্য ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান, খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.নাসির উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা মো.ওয়ালীউল্লাহ, নিয়োগ বোর্ডের সদস্য সহকারী অধ্যাপক ও উপজেলা জামায়াতে ইসলামি বাংলাদেশ'র আমির মাওলানা আবদুল কাইউম প্রমূখ ।

উল্লেখ্য, এদিন মাদ্রাসার একজন ইবতেদায়ী প্রধান, ২ জন অফিস সহকারি, একজন ল্যাব সহকারী ও একজন আয়া নিয়োগ প্রদান করা হয়। - গোফরান পলাশ