News update
  • Inflation Dips to 8.29% in August, Lowest in 3 Years     |     
  • Eminent writer Badruddin Umar passes away     |     
  • Dhaka’s air recorded ’moderate’ Sunday morning     |     
  • Clashes in Hathazari over FB post; Section 144 imposed     |     
  • Total Lunar Eclipse to Be Visible Sunday Night     |     

জাল ভোটার ধরা পড়লেই দেয়া হবে পুলিশে

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-09-07, 4:51pm

f7e7f97d2dd5c63adbff767bca37917f8710d2a2c03a8abb-2afece3a5fc1a49f14cc4827a26fd4461757242301.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে কোনো গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার মোহাম্মদ জসীম উদ্দিন।

রোববার (৭ সেপ্টেম্বর) সিনেট ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

চিফ রিটার্নিং অফিসার বলেন, কোনো গুজবে কান দেবেন না। আমরা সতর্ক আছি। জাল ভোটার তৈরি হচ্ছে। জাল ভোটার যাতে ভোট দিতে না পারে এজন্য কমিশন সতর্ক আছে। ধরা পড়লে সরাসরি পুলিশে দেয়া হবে।

নির্বাচন নিয়ে কোনো চাপ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কেউ চাপ দিচ্ছে না। রাজনৈতিক নেতারা ভোট চেয়েছেন, এমন অভিযোগ কমিশনে আসেনি। এতে ভোটে প্রভাব পড়বে না।

শিক্ষার্থীদের সুবিধার জন্য বুথের সংখ্যা ১০০টি বাড়িয়ে ৮১০টি করা হয়েছে বলেও জানান তিনি।