News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

কলাপাড়ায় নিম্ন মানের উপকরণ ব্যবহার করায় প্রাথমিকের ভবন নির্মান কজ বন্ধ

ক্যাম্পাস 2025-09-12, 12:00am

local-people-in-kalapara-stopped-the-construction-of-a-primary-school-building-for-allegedly-using-substandard-material-4aa240a9bd53faaa2cac06224f1423501757613606.jpg

Local people in Kalapara stopped the construction of a Primary school building for allegedly using substandard material.



কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুইতলা ভবন নির্মাণে নিম্ন মানের উপকরণ ব্যবহার করায় এলাকাবাসীর তোপের মুখে নির্মান কাজ বন্ধ করে দিয়েছে এলজিইডি। বৃহস্পতিবার বেলা এগারোটায় পৌর শহরের ৯ নং ওয়ার্ডের বড় শিকদার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এলজিইডি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের  ৩ টি অতিরিক্ত শ্রেনীকক্ষ নির্মানের লক্ষ্যে দুইতলা ভবন নির্মানের উদ্যোগ নেয় এলজিইডি। ৮১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা ব্যয়ের এ ভবনের নির্মান কাজ পায় মেসার্স গাজী কনষ্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ইতিমধ্যে শেষ হয়েছে এ ভবনের ৭০ শতাংশ নির্মান কাজ। তবে ২০২৩ সালের সেপ্টেম্বরে নির্মান কাজ শুরুর পর পরই  নিম্নমানের রড ও সিডিউল বহির্ভূত সামগ্রী ব্যবহারে বারংবার অভিযোগ তোলেন এলাকাবাসী। দীর্ঘদিনেও ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসীর বিক্ষোভের মুখে কাজ বন্ধ করে দেয় এলজিইডি।

কলাপাড়া এলজিইডির উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান বলেন, এলাকাবাসীর  অভিযোগ পাওয়ায় নির্মান কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। - গোফরান পলাশ