News update
  • Khaleda now not fit for travelling: Medical Board     |     
  • Panchagarh records lowest temperature 10.5°C so far this year      |     
  • Christmas returns to Bethlehem after two years of Gaza war     |     
  • কলাপাড়া মুক্ত দিবসে এবার সাড়া নেই কার     |     
  • One killed, two injured in attack at Ctg meeting over marriage     |     

ঢাবির ৪০৩ শিক্ষার্থীকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, জানতে নোটিশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-11-04, 9:15pm

5d52d16b9d22ff1505da12453db893a7fdaa86f236c435ae-1-c0e9a691690ebda2f3df263c9d1bdf801762269336.jpg




ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৪০৩ শিক্ষার্থীদের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সহিংসতায় জড়িত থাকার প্রমাণ পেয়েছে গঠিত তদন্ত কমিটি। তাদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না- সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যার জন্য নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাবির প্রক্টর ও জুলাই অন্দোলনে ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার তদন্ত কমিটির সদস্য সচিব সাইফুদ্দিন আহমেদের সই করা নোটিশে এই তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটি ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে রিপোর্ট দেয় এবং গত ১৭ মার্চ সিন্ডিকেট সভায় বিস্তারিত আলোচনা শেষে ওই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

পরবর্তীতে ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট কর্তৃক পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটি দ্বিতীয় সভায় ১২৮ জনসহ সর্বমোট ৪০৩ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়। কৃত অপরাধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না-তার কারণ দর্শিয়ে লিখিত জবাব বিজ্ঞপ্তি প্রকাশের সাত কার্য দিবসের মধ্যে প্রক্টর অফিসে লিখিত জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো।

অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক অভিযুক্ত সবার বিরুদ্ধে একতরফা ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।