News update
  • Dhaka’s air turns ‘very unhealthy’ amid fog     |     
  • BSF halts fencing at Joypurhat border after BGB intervention     |     
  • 30 NCP leaders urge Nahid Islam not to form alliance with Jamaat     |     
  • Tarique offers fateha at graves of Pilkhana martyrs, father-in-law     |     
  • Navy detains 11 over smuggling diesel, cement to Myanmar     |     

ব্রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ২৯ ডিসেম্বর ভোট গ্রহণ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-11-19, 8:07am

b5ca5e3293161b54f948f543aa72e17e1b8174f36d84cd13-8a7633143e9c80f9af7f6ec9caa42cf71763518023.png




রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর (সোমবার) নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহজামান।

তফসিল অনুযায়ী, ২২ নভেম্বর খসড়া এবং ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনী প্রার্থীদের জন্য ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন গ্রহণ করা হবে। মনোনয়ন দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ও ৩ ডিসেম্বর।

এ ছাড়া নির্বাচনী প্রার্থীদের ডোপ টেস্ট ১০ ডিসেম্বর সম্পন্ন হওয়ার পর ১৩ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এদিকে মঙ্গলবার ব্রাকসুর সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের দাবিতে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে সন্ধ্যা ছয়টার দিকে নির্বাচন কমিশনের বৈঠকে ব্রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা এবং ভোটের তারিখ নির্ধারণ করা হয়।