
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে মেশিন ত্রুটির কারণে ভোট গণনা বন্ধ রেখেছে নির্বাচন কমিশন।
বিকেল ৫টার পররে মেশিনে ভোট গণনা শুরু করার পরই এই ত্রুটি দেখা যায়।
পরে ব্যালটপেপার গুলো দুইটি মেশিনে ক্রসচেক করলে ফলাফলে তফাত আসে।
এ সময় নির্বাচন কমিশন সেটি ম্যানুয়ালি গণনা করে ক্রস চেক করেন।