News update
  • Tarique visits National Martyrs’ Memorial, pays homage to martyrs     |     
  • Muslim League leads new electoral alliance, Jatiya Muslim Jote     |     
  • Tk 500cr Drive to Turn Haor Fallow Land Into Farmland     |     
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     

প্রথম ওয়ানডে জয় বাংলাদেশকে চাঙ্গা করবে

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-07-11, 7:59pm




দুই টেস্টের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দু’টি হার নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নেমেই ৬ উইকেটে জয়ের দেখা পেয়েছে   বাংলাদেশ। এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে এটাই  প্রথম জয় তামিম-মিরাজদের। তাই এই জয় দলকে আত্মবিশ্বাস দিবে ও ড্রেসিং রুমের আবহ আনন্দময় হবে বলে মনে করেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

গতরাতে প্রথম ম্যাচের পর গায়ানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘সিরিজ শুরুর আগেও বলেছিলাম, হারতে কখনোই ভালো লাগে না। জিতলে আবহ ভালো থাকে, ড্রেসিং রুমের অবস্থা পরিবর্তন হয়ে যায়। সেদিক থেকে প্রথম ম্যাচ জিতে ভালো লাগছে।’

তিনি আরও বলেন, ‘টিম মিটিংয়েও আমি একটি কথা বলেছি, আমি ওয়ানডে অধিনায়ক বলেই যে সব বদলে যাবে, তা নয়। ওয়ানডেতে আমরা ভালো খেলি বলেই সব বদলেও যাবে না। টি-টোয়েন্টি ও টেস্টে যারা অধিনায়ক ছিল, যারা খেলেছে, সবাই তাদের সাধ্যমতো চেষ্টা করেছে ভালো করতে। দুর্ভাগ্যজনকভাবে ভালো করতে পারিনি আমরা। এই ম্যাচে আমরা ভালো শুরু করতে পেরেছি, এটা গুরুত্বপূর্ণ।’

বৃষ্টির কারনে ম্যাচটি ৪১ ওভারে নির্ধারিত হয়। এ অবস্থায় টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম। তাই টস জয়কে গুরুত্বপূর্ণ বলছেন তামিম। টস জয়ই আজকের ম্যাচের সেরা বিষয় ছিলো বলে জানান তিনি, ‘উইকেট কঠিন ছিল। সত্যি বলতে, দুই দলের জন্যই কঠিন ছিল। সৌভাগ্যবশত আমরা টস জিতেছি, আজকের ম্যাচের সেরা ব্যাপার ছিল এটিই।’

বাংলাদেশ বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় ছিলো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা।  ওয়েস্ট ইন্ডিজকে ১৪৯ রানের বেশি করতে দেয়নি টাইগার বোলাররা। ক্যারিয়ার সেরা বোলিং করেন শরিফুল ইসলাম। ৩৪ রানে ৪ উইকেট নেন তিনি। ৩৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা মিরাজ।

তাই বোলারদের প্রশংসা করেছেন তামিম। তিনি বলেন, ‘মিরাজ ও পেসাররা দারুণ বোলিং করেছে। যদিও অনেক টার্ন করছিল উইকেট। তারপরও আমাদের একজন পেসার চার উইকেট নিয়েছে, সে-ই আমাদের ম্যাচে ফিরিয়েছে। সব মিলিয়ে তাই খুবই তৃপ্তিদায়ক ছিলো।’

অভিষেক ম্যাচে দারুন পারফরমেন্স ছিলো বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের। উইকেট না পেলেও, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের যে মহাচাপে রাখতে পেরেছেন নাসুম, সেটি তার বোলিং ফিগার বলে দেয়। ৮ ওভারে ৩ মেডেন নিয়ে ১৬ রান দেন তিনি। তাই নাসুমের প্রশংসা করতেও ভুল করেননি তামিম, ‘সে দারুণ বোলিং করেছে। অসাধারণ ছিল তার বোলিং। প্রথম ওভারে তাকে বোলিং দিয়েছিলাম, আমাকে হতাশ করেনি। বেশ কিছুদিন ধরে টি-টোয়েন্টিতে ভালো করেই আসছে। আজকেও দুর্দান্ত করেছে।’

বোলিং-ব্যাটিং ভালো হলেও, বাংলাদেশের ফিল্ডিং আশানুরুপ ছিলো না। তাই ফিল্ডিংয়ের উন্নতি চান তামিম, ‘একটা ভালো দলের সঙ্গে খেলা হলে এই ক্যাচগুলোর অনেক চড়া মূল্য দিতে হতে পারতো। আগেও দুর্ভাবনার কথা বলেছি যে, এটা বন্ধ হতে হবে বা কমিয়ে আনতে হবে। কারণ চার-চারটা ক্যাচ ছেড়ে এভাবে হয় না। আমরা হয়তো ১১৫ রান তাড়া করতাম ক্যাচ না ছাড়লে।’

তিনি আরও বলেন, ‘এই একটা দিকে আমাদের খুঁজে বের করতে হবে যে, ভুল কোথায় হচ্ছে। কারণ অনুশীলনে আমি কোন ভুল দেখি না। এটা নিয়ে সতর্কভাবে আলোচনা করতে হবে আমাদের। আমাদের নিশ্চিত করতে হবে যেন এটা সব সময় না হয়।’ তথ্য সূত্র বাসস।