News update
  • Global Leaders Pay Tribute as Condolences Pour In for Khaleda Zia     |     
  • Govt Declares 3-Day Mourning, Wednesday Holiday for Khaleda Zia     |     
  • Khaleda Zia: Icon of Bangladesh’s Democracy and Leadership     |     
  • Over 1 Million Voters Register for Postal Ballots in Bangladesh     |     
  • Begum Khaleda Zia, Uncompromising Leader of Bangladesh, Dies     |     

নিউজিল্যান্ডের বিপক্ষে চমক দেখাতে চায় আয়ারল্যান্ড

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-11-03, 4:42pm




টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে আগামীকাল আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে গতবারের রানার্স-আপ নিউজিল্যান্ড। এ ম্যাচ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে নিউজিল্যান্ডের। তবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার নিজ-নিজ বাকি  খেলায় অসম্ভব কিছু করে ফেললে, তখন রান রেটের হিসেবে বসতে হবে নিউজিল্যান্ড। অবশ্য ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার চেয়ে রান রেটে অনেক পথ এগিয়ে নিউজিল্যান্ড।

প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভে চমক দেখানো আয়ারল্যান্ড শেষ ম্যাচেও অঘটন ঘটাতে চায়। শেষ ম্যাচ বিশাল ব্যবধানে জিতলে রান রেটে অন্যান্য দলের বিপক্ষে এগিয়ে থাকলেই সেমিতে খেলার সুযোগ তৈরি হবে আইরিশদের। খাতা-কলমের  হিসেবে যা  অসম্ভবই।

অ্যাডিলেডে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড লড়াই।

গ্রুপ-১এ চার রাউন্ড শেষে সমান ৫ করে পয়েন্ট আছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। শ্রীলংকার ৪ পয়েন্ট ও আয়ারল্যান্ডের আছে ৩ পয়েন্ট। রান রেটের হিসেবে নিউজিল্যান্ডের ২.২৩৩, ইংল্যান্ডের ০.৫৪৭, অস্ট্রেলিয়ার -০.৩০৪, শ্রীলংকার -০.৪৫৭ ও আয়ারল্যান্ডের -১.৫৪৪। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলংকা ও আয়ারল্যান্ডের চেয়ে রান রেটে অনেক বেশি এগিয়ে নিউজিল্যান্ড।

শেষ ম্যাচ জিতলে নিউজিল্যান্ডের পয়েন্ট হবে ৭। নিজ-নিজ খেলায় জিতলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পয়েন্টও হবে ৭ করে। তখন রান রেটে হিসেবে বসতে হবে তিন দলকে। তাতে বর্তমান পরিস্থিতিতে রান রেটের দৌঁড়ে এগিয়ে থাকায় সেমির টিকিট পাবে নিউজিল্যান্ড। কিন্তু  নিজ-নিজ খেলায় বিশাল ব্যবধানে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া জিতলে  তখন রান রেটের হিসেবে পিছিয়ে পড়লেই বাদ পড়তে পারে নিউজিল্যান্ড। তবে বর্তমান রান রেটের চিত্র বলছে, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে অসম্ভব কিছু করতে হবে। এজন্য শেষ ম্যাচে জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে নিউজিল্যান্ডের।

দলের ওপেনার ডেভন কনওয়ে বলেন, ‘আমরা শেষ ম্যাচে জিততে চাই। রান রেট নিয়ে আমাদের ভাবনা নেই। অন্যান্য দলের চেয়ে আমাদের রান রেট ভালো অবস্থায় আছে। গ্রুপের শেষ ম্যাচে জয় তুলেই আমরা সেমি নিশ্চিত করতে চাই।’

নিউজিল্যান্ড-ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মত সেমিফাইনাল খেলার ভালো সুযোগ রয়েছে শ্রীলংকারও। লংকানদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে। তবে ঐ ম্যাচে ইংল্যান্ডকে তো হারাতে হবেই একই সাথে   নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার যেকোন এক দলকে শেষ ম্যাচে হারতে হবে।

নিউজিল্যান্ডকে হারালে সেমিফাইনালে দৌঁড়ে লড়াই করার সুযোগ পাবে আয়ারল্যান্ড। তবে রান রেটের হিসেবে টেবিলের উপরের দিকে থাকা দলগুলোকে টপকাতে হবে আইরিশদের। যা অনেকাংশেই কঠিন। এসব নিয়ে খুব বেশি না ভেবে বিশ্ব কাপের মঞ্চে আবারও অঘটন ঘটাতে চায় আয়ারল্যান্ড।

আসরে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড বধের পর এবার নিউজিল্যান্ডকে হারাতে মরিয়া আয়ারল্যান্ড। অধিনায়ক এন্ডি বলবির্নি বলেন, ‘গ্রুপের শেষ ম্যাচে আবারও চমক দেখাতে  চাই আমার। নিউজিল্যান্ডকে হারাতেই মাঠে নামবে দল।’

আয়ারল্যান্ডের বিপক্ষে এ পর্যন্ত  চার ম্যাচ খেলে সবগুলোতেই জিতেছে নিউজিল্যান্ড। ২০০৯ সালের বিশ^কাপে দেখা হয়েছিলো দু’দলের। ম্যাচটি ৮৩ রানে জিতেছিলো কিউইরা। আর গত জুলাইয়ে আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় নিউজিল্যান্ড।

আয়ারল্যান্ড দল : এন্ডি বলবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাইডার, কার্টিস ক্যাম্ফার, গ্রেথ ডেলেনি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ফিওন হ্যান্ড, জস লিটল, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও ক্রেইগ ইয়ং।

নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, এডাম মিলনে, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি। তথ্য সূত্র আরটিভি নিউজ।