News update
  • Stock market: DSE fails to sustain early gains, CSE extends rally     |     
  • Illegal arms, disinformation pose major challenges to BD polls: Officials     |     
  • BNP senses ‘dangerous conspiracy’ against democratic transition     |     
  • CEC Vows Credible Election to End Stigma     |     
  • High-level meeting reviews country’s economic progress     |     

সাকিবের আউটটি দলের মোমেন্টাম নষ্ট করে দিয়েছে

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-11-06, 7:28pm




জিতলেই সেমি-ফাইনাল-এমন সমীকরণকে মাথায় নিয়েই অ্যাডিলেড ওভালে আজ পাকিস্তানের মোকাবেলা করতে নেমেছিল বাংলাদেশ। সেই লক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

কিন্তু আম্পায়ারদের বিতর্কিত এক সিদ্ধান্তের কারণে ব্যাট হাতে দক্ষতা প্রদর্শনে ব্যর্থ হয়েছেন সাকিব। স্পিনার শাদাব খানের বল উইকেট ছেড়ে সামনে এসে খেলতে গিয়ে লেগ বিফোর আউট হন সাকিব। পাকিস্তানীদের আউটের আবেদনে বেশ দেরিতে সাড়া দেন নন-স্ট্রাইকের আম্পায়ার। উইকেট বাঁচাতে রিভিউ নেন সাকিব। কিন্তু থার্ড-আম্পায়ারে বিতর্কিত সিদ্ধান্তে বিদায় নিতে হয় সাকিবকে।

রিপ্লেতে ব্যাটে-বলের হালকা স্পর্শ দেখা যায়। টিভি আম্পায়ার জানান, ব্যাট মাটিতে লাগায় শব্দ পাওয়া গেছে। এতে অন-ফিল্ড আম্পায়ারের সিদ্বান্ত বহাল থাকে। ফলে একরাশ হতাশা নিয়ে ১ বল খেলে শূণ্য হাতে বিদায় নেন সাকিব। তার বিদায়ের পর মাত্র ৫৩ রানের মধ্যেই শেষ ৭টি উইকেট হারায় বাংলাদেশ। বিশেষজ্ঞরা মনে করেন সাকিবের  আউটে বাংলাদেশ দল মোমেন্টাম হারিয়েছে। এর আগে ওপেনার নাজমুল হোসেন শান্তর অসাধারণ দক্ষতায় ১০.৪ ওভারে ২ উইকেটে ৭৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। সাকিবের বিদায়ের পর লক্ষ্যভ্রস্ট বাংলাদেশ দলের ইনিংস থামে ২০ ওভারে ১২৭ রানের মামুলি সংগ্রহে।

তবে স্বল্প রানের ওই লক্ষ্য অতিক্রম করতেও ঘাম ঝড়েছে পাকিস্তানিদের। ১৮.১ ওভারে ১২৮ রান তুলে জয়ের বন্দরে পৌঁছাতেই তাদের হারাতে হয়েছে ৫টি উইকেট।  আইসিসির নিয়মের কারণে ম্যাচ শেষে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করা থেকে বিরত ছিলেন ৪৮ বলে ৫৪ রান সংগ্রহের মাধ্যমে টুর্নামেন্টের দ্বিতীয় হাফ সেঞ্চুরি পাওয়া শান্ত। তবে তিনি জানান , সাকিবের আউটটি দলের মোমেন্টাম নস্ট করে দিয়েছে। একই সঙ্গে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় দলের অন্য ব্যাটারদেরও সমালোচনা করেন শান্ত।   

তিনি বলেন,‘ সাকিব একজন বড় খেলোয়াড় এবং সব সময় গুরুত্বপুর্ন ইনিংস খেলার চেস্টা করেন। তবে দলে থাকা অন্য ব্যাটাররা ভালো করতে পারেনি। আমরা একই দলের সদস্য। তাই তারা ভালো ব্যাট করতে না পারায় আমাদের পরাজয় বরণ করতে হয়েছে। টুর্নামেন্টে আমরা দুটি ম্যাচে জিতেছিকরেছি। ওই দুই ম্যাচেও আমরা দলবদ্ধ হয়ে খেলেছি। তবে এখানে আজ  আমরা খুবই বাজে ব্যাটিং করেছি।’

এর আগে ভারতের বিপক্ষের ম্যাচেও বিতর্কের জন্ম দিয়েছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। শান্ত বলেন,‘ যেহেতুরএর নিয়ন্ত্রন আমাদের কাছে নেই, সুতরাং এটি নিয়ে আলোচনা করার কোন মানে হয় না।’ শেষ পর্যন্ত ব্যাটিংকে এগিয়ে নিতে না পারায় নিজেকেও দোষারোপ করেন শান্ত।

তিনি বলেন,‘ আমি যেভাবে খেলেছি তাতে আরো কিছুক্ষন টিকে থাকা উচিৎ ছিল। তাতে দল লাভবান হতো। কিন্তু গুরুত্বপুর্ন সময়ে আমি আউট হয়েছি। সাকিব আউট হওয়ার পরপরই আমাকে ক্রিজ ছাড়তে হয়েছে।

আমরা জানতাম যে এটি ধীরগতির উইকেট এবং ১৪০ থেকে ১৫০ রানই জয়ের জন্য যথেষ্ঠ হতো। তাই রান বাড়ানোর জন্য আমাকে আরো কিছুক্ষন টিকে থাকা উচিৎ ছিল, যেটি আমি পারিনি।’

 সেমি-ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া করায় বাংলাদেশ দলের ড্রেসিং রুম একেবারেই নিস্তব্ধ হয়ে পড়েছে বলে জানিয়েছেন শান্ত।  তিনি বলেন, ‘আমরা জানতাম জয় পেলেই সেমি-ফাইনালে খেলার সুযোগ পাব। সেই লক্ষে দলবদ্ধ হয়ে খেলতে চেয়েছিলাম। সবাই নিজেদের শতভাগ দিয়ে খেলার চেস্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত আসলে আমরা দলগতভাবে খেলতে পারিনি।’ তথ্য সূত্র বাসস।