News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

লিটনের নেতৃত্বে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-12-02, 7:02pm




ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন টাইগারদের এই ফরম্যাটের অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু সিরিজ শুরু হওয়ার চারদিন আগে আচমকা কুঁচকির চোটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে যান দলের এই অধিনায়ক এবং সেরা ব্যাটসম্যান।

এদিকে ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক তামিমকে দায়িত্ব দেওয়া হলেও ছিল না তার কোনো ডেপুটি। ফলে ভারতের বিপক্ষে তামিম না খেলায় কে দায়িত্ব পালন করবেন, সেটি নিয়ে সংশয় ছিল। অবশ্য সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল, ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা লিটন দাসের নাম। অবশেষে ভারতের বিপক্ষে তামিমের অনুপস্থিতি কে দায়িত্ব পালন করবেন, সেটি জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অন্য সবার মতো বিসিবিও ভারতের বিপক্ষে সিরিজের জন্য অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন লিটনকেই। এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

ক্রিকেট বোর্ডের দেওয়া প্রেস রিলিজে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'বাংলাদেশ দলে বর্তমানে অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে অন্যতম লিটন দাস। যার মধ্যে অধিনায়কত্বের গুণাবলী রয়েছে। তার ক্রিকেটীয় জ্ঞান দুর্দান্ত এবং সে খুব ভালোভাবে খেলা বুঝতে পারে। গুরুত্বপূর্ণ এই সিরিজে তামিম ইকবালকে চোটের জন্য হারানো দলের জন্য দুর্ভাগ্য।

বিশেষ করে তার নেতৃত্বে গত দুই বছরে দল আউটস্ট্যান্ডিং ক্রিকেট উপহার দিচ্ছে। এছাড়াও ওয়ানডের এই ফরম্যাটে তামিম আমাদের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম। দল এই সিরিজে তামিমকে নিশ্চিতভাবে মিস করবে। তবে আমরা বিশ্বাস করি, লিটন অধিনায়ক হিসেবে দারুণ করবে এই সিরিজে।'

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে ৪ ডিসেম্বর। মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি। এরপর ৭ ডিসেম্বর একই মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। ১০ ডিসেম্বর ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তথ্য সূত্র আরটিভি নিউজ।