News update
  • US May Ease Tariffs Further as Trade Gap Narrows     |     
  • Arab-Islamic summit over Israeli strike on Doha Monday     |     
  • NASA Rover Uncovers Strongest Hint of Ancient Life on Mars     |     
  • Eminent Lalon singer Farida Parveen passes away     |     
  • Dr Yunus mourns Farida Parveen's death     |     

নিজের সাফল্যের রহস্য ফাঁস করলেন শুভমান গিল

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-01-25, 9:40am

resize-350x230x0x0-image-208874-1674609369-65ccabc897de0ebe825c48cdde118e681674618010.jpg




ঘরের মাটিতে সফরকারী নিউজিল্যান্ডকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক ভারত। এমন কীর্তিতে টি-টোয়েন্টির পর ওয়ানডে র‍্যাংঙ্কিংয়েও শীর্ষে উঠে এসেছে রোহিত শর্মার দল।

এই সিরিজে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়ে ৩৬০ রান করেছেন ভারতীয় দলের তরুণ ওপেনার শুভমান গিল। যার সুবাদে কিউইদের বিপক্ষে সিরিজ সেরার মুকুটও নিজের করে নিয়েছেন ২২ বছর বয়সী এই তারকা ব্যাটার।

সিরিজ সেরার দিনে জাতীয় দলের সতীর্থ বিরাট কোহলির তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের পক্ষে সর্বোচ্চ ২৮৩ রানের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন গিল। তবে সর্বোচ্চ রানের রেকর্ডটি মাত্র ১ রানের জন্য ভাঙতে পারেননি শুভমান। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৩৬০ রানের বিশ্বরেকর্ডে নাম স্পর্শ করেছেন তিনি।

ব্যাট হাতে নিজের পারফরম্যান্সে বেশ খুশি শুভমান। সে কথা অকপটে স্বীকারও করে নিলেন গিল। মঙ্গলবার (২৪ জানুয়ারি) ম্যাচের পর সিরিজ সেরার পুরস্কার নিতে এসে ধারাভাষ্যকারের কাছে নিজের সাফল্যের রহস্য ফাঁস করেছেন তরুণ এই তারকা।

শুভমান বলেছেন, ‘ভালো খেলতে পারলে একটা সুন্দর অনুভূতি তৈরি হয়। বিষয়টা বেশ সন্তোষজনক। আমি খেলার ধরন খুব একটা পরিবর্তন করিনি। আমি শুধু শুরুটা একটু বড় করে করার চেষ্টা করছি। নিজেকে আরও ভালোভাবে প্রয়োগ করতে চাইছি। পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেছি। কত রান হলো সে দিকে তাকাচ্ছি না।’

এদিন নিজের সাফল্যের কথা বলার পাশাপাশি শুভমান দলের বোলারদেরও প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘আমাদের বোলাররা সত্যিই দারুণ বল করছে। এই উইকেটে বল করা সহজ ছিল না। এখানে যেকোনো রানই তোলা সম্ভব। তা-ও ওরা দারুণ বল করল।’ তথ্য সূত্র আরটিভি নিউজ।